লিওনেল মেসি-লুইস সুয়ারেজ উভয়ই খেললেন, কিন্তু খুব বেশি প্রভাব ফেলতে পারলেন না। ইন্টার মায়ামিও পারেনি ম্যাচ জিততে। নিউইয়র্ক সিটির সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করতে হয়েছে তাদের। তবে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে তারা। শনিবার (২১ সেপ্টেম্বর) ইয়াঙ্কি স্টেডিয়ামে নিউইয়র্ক সিটির বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ইন্টার মায়ামি।
সফরকারী মায়ামি বলের দখলে এগিয়ে থাকলেও গোলের সুযোগ তৈরিতে নিউইয়র্কই এগিয়ে ছিল। ১৭টি শট নিয়ে তারা ৪টি লক্ষ্যে রাখে। বিপরীতে ৬টি শট নিয়ে ২টি লক্ষ্যে রাখতে পারে মায়ামি। দিনের প্রথম সুযোগটা অবশ্য মায়ামিই পায়। পঞ্চম মিনিটে ফ্রি কিক পায় তারা। মেসির নেয়া ফ্রি-কিক অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। ১১ মিনিটে নিউইয়র্কও ফ্রিকিক পায়। সান্তিয়াগো রদ্রিগেজের নেয়া শট কোনোমতে ঠেকান ড্রেক ক্যালেন্ডার।
২৩ মিনিটে ফের সুযোগ পায় মায়ামি। নিউইয়র্কের ডি-বক্সের ভেতরে জটলায় জর্দি আলবার পাস পান সুয়ারেজ। কিন্তু তার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের গায়ে লেগে ফিরে আসে। ফিরতি শট গোলরক্ষক ঠেকিয়ে দিলে হতাশ হতে হয় তাকে। ২৬ মিনিটে ফের ফ্রি-কিক পায় নিউইয়র্ক। তবে ম্যাক্সি মোরালেসের শট ধরে ফেলেন ড্রেক।
দ্বিতীয়ার্ধে সুবর্ণ সুযোগ নষ্ট করে নিউইয়র্ক। খুব কাছে থেকে ফাঁকা গোলে বল পাঠাতে পারেননি কেতন পার্কস। উড়িয়ে মেরে সুযোগ নষ্ট করেন তিনি। ৪৮ মিনিটে রদ্রিগেজের দূরপাল্লার শট লক্ষ্যভ্রষ্ট হয়। ৬১ মিনিটে হ্যানেস উলফের দুর্বল শট ধরে ফেলেন ড্রেক।
৭৫ মিনিটে ডেডলক ভেঙে এগিয়ে যায় মায়ামি। মেসি বল নিয়ে এগিয়ে ডি বক্সে বাঁয়ে ফাঁকা থাকা আলবাকে পাস দেন। আলবার পাস থেকে লিওনার্দো কাম্পানা বল জালে পাঠান। ম্যাচে যখন ইন্টার মায়ামির জয় প্রায় নিশ্চিত, ঠিক তখন গোলের দেখা পায় নিউইয়র্ক। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে কর্নার পায় তারা। কর্নার থেকে আসা বলে হেড করে গোল করেন জেমস স্যান্ড।
৩০ ম্যাচ শেষে ১৯ জয় এবং ৭ ড্রয়ে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষেই অবস্থান করছে মায়ামি। ২৯ ম্যাচে ৫৫ পয়েন্ট নিয়ে দুইয়ে সিনসিনাটি।