ভারতের বেঙ্গালুরুর একটি ফ্ল্যাটের ভিতর থেকে এক তরুণীর টুকরো টুকরো করা দেহ উদ্ধার করা হয়েছে। ওই তরুণীর (২৯) দেহকে ৩০টি টুকরো করে রাখা হয়েছিল ফ্রিজের মধ্যে। ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর মল্লেশ্বরম এলাকায়। দেশটির সংবাদ সংস্থা পিটিআই শনিবার পুলিশের এক সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, এক কক্ষের একটি ফ্ল্যাট থেকে তরুণীর দেহের টুকরোগুলো পাওয়া যায়।
খবর পেয়ে পুলিশের একটি দল দেহাংশগুলো উদ্ধার করে। প্রায় দুই সপ্তাহ আগে তরুণীকে খুন করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু হয়েছে। পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, তরুণীর নাম-পরিচয় জানতে পেরেছে পুলিশ। কিন্তু তদন্তের স্বার্থে এখনই তা প্রকাশ করা হচ্ছে না।
এক কক্ষের ওই ফ্ল্যাটটিতে ভাড়া থাকতেন তরুণী। মাস তিনেক আগে তিনি সেখানে ওঠেন। কীভাবে তাকে খুন করা হলো, কে বা কারা তাকে খুন করল, সে বিষয়টি এখনও অস্পষ্ট। আগে খুন করে তারপর দেহ টুকরো টুকরো করা হয়েছে, না কি অন্য কিছু— এসব বিষয়ও পুলিশ তদন্ত করে দেখছে।
ভাড়া নেওয়া ওই ফ্ল্যাটে গত কয়েকদিনে কে কে প্রবেশ করেছেন, সেই সংক্রান্ত তথ্যও সংগ্রহ করেছে পুলিশ। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, মাঝবয়সী এক ব্যক্তির খোঁজ করছে পুলিশ, যিনি ওই তরুণীর পূর্বপরিচিত।