ছাত্র আন্দোলনে হত্যা মামলায় ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুল ইসলামের ৭ দিনের রিমান্ডের চেয়ে আবেদন জানিয়েছে পুলিশ।
সোমবার তাকে সাভার আদালতে তুলে এ রিমান্ডের আবেদন জানানো হয়। এর আগে রোববার তাকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। এদিন বিকেলে সাভারে নিজ বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইদুল ইসলাম ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের সাবেক সভাপতি। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে মামলা হয়েছে।