ছাত্র-জনতার অভ্যুত্থান ঘিরে সংঘটিত সহিংসতায় নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। রুলে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের মতো কেন আর্থিক সুযোগ-সুবিধা দিতে নির্দেশ দেওয়া হবে না, সেটাও জানতে চাওয়া হয়েছে।
হাইকোর্টে রিটটি দায়ের করেন রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা আলী নাজির শাহীন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব আইন মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের রিটের জবাব দিতে বলা হয়েছে।
এদিকে ছাত্র-জনতার আন্দোলন দমনে পুলিশের পোশাকে অন্য দেশের নাগরিকরা ছিল বলে প্রাথমিক প্রমাণ মিলেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর।
ছাত্র-জনতার আন্দোলনে আহতদের সাথে দেখা করতে রাজধানীর পঙ্গু হাসপাতালে যায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা ও প্রসিকিউশন টিম। আন্দোলনে পুলিশি বর্বরতার কথা প্রসিকিউশন ও তদন্ত কর্মকর্তাদের কাছে তুলে ধরেন আহতরা।
ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের ঘটনা তদন্তে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য মিলেছে।