ঢাকা | বঙ্গাব্দ

মার্কিন সীমান্তের দিকে মেক্সিকোর অভিবাসীদের যাত্রা

দক্ষিণ মেক্সিকো ছেড়ে আসা কিছু লোক বলছেন, তারা তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।
  • অনলাইন ডেস্ক | ২৮ জানুয়ারি, ২০২৫
মার্কিন সীমান্তের দিকে মেক্সিকোর অভিবাসীদের যাত্রা মেক্সিকোর অভিবাসী।

অবৈধ অভিবাসীদের প্রবেশ আটকাতে মেক্সিকো সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু সকল আশ্রয় আবেদন বাতিল করার পরেও হাজারেরও বেশি অভিবাসীর একটি দল দক্ষিণ মেক্সিকো ছেড়ে মার্কিন সীমান্তের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানা গেছে। মেক্সিকোর তাপাচুলা থেকে এএফপি এ খবর জানায়।


ক্ষমতা নেওয়ার প্রথম দিনেই ট্রাম্প মেক্সিকো সীমান্তে টহল দেওয়ার জন্য অতিরিক্ত দেড় হাজার সেনা পাঠিয়ে অনিবন্ধিত অভিবাসীদের প্রবেশ বন্ধ করে দেন। তিনি আশ্রয় শুনানি এবং মানবিক পেরোল কর্মসূচিও স্থগিত করেন। ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে প্রথম মেয়াদের সময় থেকে ‘মেক্সিকোতে থাকুন’ নীতি পুনরায় চালু করেন। যার অধীনে মেক্সিকো থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য আবেদনকারী ব্যক্তিদের আবেদনের সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত সেখানেই থাকতে হবে।


ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে ক্ষমতায় ফিরে আসার আগে সীমান্ত দিয়ে অভিবাসীদের প্রবাহ ইতোমধ্যেই উল্লেখযোগ্য হারে কমে গেলেও শনিবার সন্ধ্যায় দক্ষিণ মেক্সিকো ছেড়ে আসা কিছু লোক বলছেন, তারা তাদের ভাগ্য পরীক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।


’আমরা সীমান্তে গিয়ে একটি জবাব পাওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ ৩৭ বছর বয়সী ভেনেজুয়েলার নাগরিক আনিবাল হোসে আরভেলো এএফপিকে বলেন, আমরা এখনও যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে সক্ষম হবো বলে আশা করছি। কেউ কেউ বলেন, সুযোগের অভাবে তারা দক্ষিণ মেক্সিকো ছেড়ে যাচ্ছেন। ২৫ বছর বয়সী ভেনেজুয়েলার যুবক ওমর আভিলা বলেন, এখানে পরিস্থিতি খুবই কঠিন। তিনি বলেন, তাপাচুলায় (গুয়াতেমালা সীমান্তের কাছের একটি শহর) কোনও কাজ নেই।


সূত্র: এএফপি


এসজেড