চেপুকের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাইয়ের জয়ের রেকর্ডটা দারুণ। তবে শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের কাছে ঘরের মাঠে হেরে যায় চেন্নাই। সেই প্রতিশোধ এবার পাঞ্জাবের মাঠে নিয়ে নিলো রুতুরাজ গায়কোয়াড়ের দল।
আজ রোববার (৫ মে) ধর্মশালায় আগে ব্যাট করে ১৬৭ রানেই থামে চেন্নাইয়ের ইনিংস। সেই রান তাড়ায় নেমে ১৩৯ রানের বেশি করতে পারেনি পাঞ্জাব। স্বাগতিকরা হার মানে ২৮ রানে।
লক্ষ্য তাড়ায় নামা পাঞ্জাব দলীয় ৯ রানেই হারায় জনি বেয়ারস্টো এবং রাইলি রুশোর উইকেট। পরে দারুণ এক জুটি গড়েন প্রভসিমরান সিং এবং শশাঙ্ক সিং। কিন্তু সেই জুটি ভাঙতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দলটির ব্যাটিং লাইনআপ। ৬২ থেকে ৭৮ - এই ১৬ রানে ৫ উইকেট হারায় পাঞ্জাব।
ইনিংসের শেষদিকে, লেজের সারির ব্যাটাররা সবাই দুই অংকের রান করে বিধায় পুরো ২০ ওভার খেলতে পেরেছে পাঞ্জাব। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান ওপেনার প্রভসিমরানের। ২৭ রান আসে শশাঙ্কের ব্যাট থেকে। চেন্নাইয়ের হয়ে মাত্র ২০ রানে ৩ উইকেট নেন রবীন্দ্র জাদেজা। দুটি করে উইকেট পান তুষার দেশপান্ডে বং সিমারজিত সিং।
এর আগে, টসে হেরে ব্যাটিংয়ে নেমে ১২ রানে ওপেনার অজিঙ্কা রাহানের উইকেট হারায় চেন্নাই। এরপর বড় জুটি গড়েন ইনফর্ম রুতুরাজ এবং ডেরল মিচেল। তবে এই জুটি ভাঙার পর মাঝে রবীন্দ্র জাদেজা বাদে কেউই খেলতে পারেননি প্রত্যাশ্যা অনুযায়ী। ফলে খুব বড় স্কোর করা হয়নি চেন্নাইয়ের।
জাদেজার ব্যাট থেকে আসে ২৬ বলে ৪৩ রান। রুতুরাজ ৩২ এবং মিচেল ৩০ রান করেন। পাঞ্জাবের হয়ে তিনটি করে উইকেট পান রাহুল চাহার এবং হারশাল প্যাটেল।