ঢাকা | বঙ্গাব্দ

এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিলো রিয়াল

নতুন মৌসুমের মাত্র শুরু। কিন্তু তাতেই ইনজুরির তালিকা লম্বা হচ্ছে লাফিয়ে লাফিয়ে। টার স্টেগান, কেভিন ডি ব্রুইনা, কামাভিঙ্গা, রদ্রিদের তালিকায় এবার নাম লেখালেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ফরাসি স্ট্রাইকার। এমন খবরই জানিয়েছে ইএসপিএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।
  • | ২৫ সেপ্টেম্বর, ২০২৪
এমবাপেকে নিয়ে দুঃসংবাদ দিলো রিয়াল তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হচ্ছে এমবাপ্পেকে।

রিয়াল মাদ্রিদে যোগ দিয়ে মানিয়ে নিতে খুব বেশি সময় নেননি কিলিয়ান এমবাপ্পে। নিয়মিত পাচ্ছিলেন গোলের দেখা। রিয়াল মাদ্রিদও শুরুর অস্বস্তি কাটিয়ে ধীরে ধীরে স্বরূপে ফিরছিল। কিন্তু বাঁধ সাধল ইনজুরি। ইনজুরিতে ছিটকে পড়েছেন এমবাপ্পে।

নতুন মৌসুমের মাত্র শুরু। কিন্তু তাতেই ইনজুরির তালিকা লম্বা হচ্ছে লাফিয়ে লাফিয়ে। টার স্টেগান, কেভিন ডি ব্রুইনা, কামাভিঙ্গা, রদ্রিদের তালিকায় এবার নাম লেখালেন রিয়াল মাদ্রিদ সুপারস্টার কিলিয়ান এমবাপ্পে। কমপক্ষে তিন সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন এই ফরাসি স্ট্রাইকার। এমন খবরই জানিয়েছে ইএসপিএনসহ বেশ কয়েকটি সংবাদমাধ্যম।

আজ বুধবার (২৫ সেপ্টেম্বর) রিয়ালের পক্ষ থেকে এমবাপ্পের চোটের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। ক্লাবের বিবৃতিতে জানানো হয়েছে, 'আজ রিয়াল মাদ্রিদের মেডিকেল বিভাগের পরীক্ষায়ত এমবাপ্পের বাঁ পায়ের ফিমোরাল বাইসেপে চোটের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।' তাকে ঠিক কতদিন মাঠের বাইরে থাকতে হবে তা অবশ্য ক্লাবের বিবৃতিতে জানানো হয়নি। তবে, ক্লাবের সূত্রের বরাত দিয়ে ইএসপিএন জানিয়েছে, পুরোপুরি সেরে উঠতে তিন সপ্তাহের মতো সময় লাগবে এমবাপ্পের।

এর অর্থ হচ্ছে, আগামী রোববার (২৯ সেপ্টেম্বর) অ্যাতলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাদ্রিদ ডার্বিতে খেলা হচ্ছে না এমবাপ্পের। এই ম্যাচটি ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগে লিলে এবং লা লিগায় ভিয়ারিয়ালের বিপক্ষে ম্যাচে এই ফরাসি স্ট্রাইকারকে ছাড়াই খেলতে হবে লস ব্লাঙ্কোদের ।

একই সময়ে ফ্রান্স উয়েফা নেশন্স লিগে ইসরাইল এবং বেলজিয়ামের বিপক্ষে খেলবে। এই ম্যাচ দুটিও খেলা হবে না তার। আন্তর্জাতিক বিরতির পর এল ক্লাসিকোয় বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগেই তিনি মাঠে ফিরবেন বলে আশা করা হচ্ছে। আগাম ২৬ অক্টোবর লা লিগায় এই মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে।

লা লিগায় রিয়ালের হয়ে গতকাল আলাভেসের বিপক্ষে ম্যাচে ইনজুরিতে পড়েছিলেন এমবাপ্পে। ৩-২ গোলে জয়ের ম্যাচে ৪০ মিনিটে রিয়ালের দ্বিতীয় গোলটি করেছিলেন তিনি। কিন্তু ৮০ মিনিটের সময় তাকে তুলে নেয়া হয়। ম্যাচ শেষে আনচেলত্তি জানান, অস্বস্তি হওয়ায় ইনজুরির শঙ্কা এড়াতে এমবাপ্পে নিজেই মাঠ থেকে উঠে যেতে চেয়েছিলেন।

চলতি মৌসুমে এখন পর্যন্ত লা লিগায় ৫ গোল করেছেন এমবাপ্পে। রিয়াল মাদ্রিদ ৭ খেলায় ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে।