ঢাকা | বঙ্গাব্দ

সৌদি লিগে সহসাই ফেরা হচ্ছে না নেইমারের

গত জুলাইয়ে অনুশীলনে ফেরেন নেইমার। তখন থেকেই তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ফুটবল সমর্থকরা। গত মাসে আল হিলালের কোচ জর্জে জেসুস শুনিয়েছিলেন আশা জাগানিয়া কথা। কিন্তু এবার জানালেন, সহসাই মাঠে ফেরা হচ্ছে না নেইমারের।
  • | ২৬ সেপ্টেম্বর, ২০২৪
সৌদি লিগে সহসাই ফেরা হচ্ছে না নেইমারের জানুয়ারির আগে সৌদি লিগে নেইমারকে দেখা যাবে না , জানিয়েছেন আল হিলালের কোচ জর্জে জেসুস।

গত বছর অক্টোবরে বিশ্বকাপ উরুগুয়ের বিপক্ষে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মারাত্মক চোট পান নেইমার। তখন থেকেই মাঠের বাইরেই আছেন এই ব্রাজিলিয়ান সুপারস্টার। গত জুলাইয়ে অনুশীলনে ফেরেন নেইমার। তখন থেকেই তার প্রত্যাবর্তনের অপেক্ষায় ফুটবল সমর্থকরা। গত মাসে আল হিলালের কোচ জর্জে জেসুস শুনিয়েছিলেন আশা জাগানিয়া কথা। কিন্তু এবার জানালেন, সহসাই মাঠে ফেরা হচ্ছে না নেইমারের।


গত বছর আগস্টে রেকর্ড ট্রান্সফার ফি দিয়ে নেইমারকে দলে ভেড়ায় সৌদি প্রো লিগের দল আল হিলাল। নতুন ক্লাবে যোগ দিয়ে মাত্র পাঁচটি ম্যাচ খেলার পরেই জাতীয় দলে খেলতে এসে ইনজুরিতে পড়েন এই ৩২ বছর বয়সী ফুটবলার। উরুগুয়ের বিপক্ষে ম্যাচে এন্টেরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস ছিঁড়ে যায় নেইমারের। অস্ত্রোপচারের পর সেরে পুনর্বাসন শেষে অনুশীলনে ফিরলেও তার মাঠে ফেরার সম্ভাব্য দিনক্ষণ এখনো জানা যায়নি।


জানা গিয়েছিল, অক্টোবরের বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ দিয়ে মাঠে ফিরতে পারেন নেইমার । কিন্তু আল হিলালের কোচের কথা সেই আশায় জল ঢেলে দিয়েছে।


জর্জে জেসুস বলেন, 'আল হিলাল এবং এই লিগের (সৌদি লিগ) জন্য নেইমার গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে আমি নির্দিষ্ট করে তার ফেরার দিনক্ষণ বলতে পারছি না, তবে আমরা জানুয়ারিতে তার অবস্থা দেখব।'


কোচের কথায় পরিষ্কার, সৌদি লিগের দ্বিতীয়ভাগের জন্য আগামী জানুয়ারিতে নেইমারকে নিবন্ধন করতে পারে আল হিলাল।


সৌদি লিগের নিয়ম অনুযায়ী, যে কোনো ক্লাব ২১ বছরের বেশি বয়সী সর্বোচ্চ আটজন বিদেশি খেলোয়াড় নিবন্ধন করতে পারে। সেই অনুযায়ী, চলতি মাসের শুরুতে তারা বেনফিকা থেকে নেইমারের স্বদেশি ফরোয়ার্ড মার্কাস লিওনার্দোকে দলে টেনেছে।


তবে ফিট হয়ে উঠলে চলমান এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নেইমারকে খেলাতে বাধা নেই আল হিলালের। কারণ মহাদেশীয় টুর্নামেন্টে বিদেশি খেলোয়াড় খেলানয় কোনো বাঁধাধরা নিয়ম নেই।


গত বছর দুই বছরের চুক্তিতে নেইমারকে দলে টেনেছিল আল হিলাল। নতুন করে আর চুক্তি নিবন্ধন না করলে আগামী আগস্টেই চুক্তির মেয়াদ শেষ হবে নেইমারের। তখন চাইলেই ট্রান্সফার ফি ছাড়াই ইচ্ছেমত ক্লাবে যেতে পারবেন তিনি।