প্রথম টেস্টে বড় ব্যবধানে হারের পর দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে মাঠে নামার অপেক্ষায় ছিল বাংলাদেশ। তবে ভেজা আউটফিল্ডের কারণে নির্ধারিত সময়ে টস অনুষ্ঠিত হচ্ছে না।
বাংলাদেশ সময় সকাল সাড়ে ৯টায় কানপুর টেস্টের টস অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এখন তা কখন হবে তা ১০টায় আম্পায়াররা মাঠ পরিদর্শনের পর জানাবেন। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটিতে জিতে ১-০ তে এগিয়ে আছে ভারত। সিরিজ সমতায় শেষ করতে হলে এই টেস্ট জিততেই হবে টাইগারদের।
এদিকে ঘরের মাঠে শেষ টেস্ট ম্যাচ খেলতে যাচ্ছেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সাকিব ঘোষণা দিয়েছেন, আগামী মাসে অনুষ্ঠিত হতে যাওয়া ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের মধ্য দিয়ে এই সংস্করণকে বিদায় জানাবেন তিনি। আর টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা শেষ ম্যাচটিই তার শেষ ম্যাচ ছিল। সাকিব এটাও জানিয়েছেন, ওয়ানডে ক্যারিয়ারও বেশি দীর্ঘায়িত করতে চান না তিনি।
এদিকে বিদেশের মাটিতে সাকিবের শেষ টেস্টের কারণে তাকে সংবর্ধনা দিচ্ছে উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন। উত্তর প্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সচিব অরবিন্দ কুমার শ্রীবাস্তভ বলেন, ‘সাকিবকে ঘটা করে বিদায় দেয়ার আইডিয়াটা দারুণ। আমি অবশ্যই আমাদের ম্যানেজমেন্ট টিমের সঙ্গে বিষয়টি আলাপ করব। এবং আমরা অবশ্যই তাকে কানপুরে স্মরণীয় বিদায় দিতে চাই।’
সাকিবের টেস্ট অভিষেক হয়েছিল ভারতের বিপক্ষে। যদি ঘরের মাঠে টেস্ট খেলা না হয় তাহলে অবসর নেয়ার আগের ম্যাচের প্রতিপক্ষও ভারত।