কানপুরে টেস্ট চলাকালীন ভারতীয় দর্শকদের মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ করেন বাংলাদেশি সমর্থক টাইগার রবি। শরীরের বিভিন্ন অংশ দেখিয়ে আঘাতের কথা পুলিশকে জানান তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়।
তবে রবির ওপর হামলার বিষয়টি অস্বীকার করেছে কানপুর পুলিশ। হামলার কথা সত্য নয় উল্লেখ করে কানপুর পুলিশের এসিপি অভিষেক পান্ডে বলেন, ‘সে শরীরে পানিশূন্যতার কারণে অসুস্থ হয়ে পড়ে। পুলিশ এবং মেডিকেল সাপোর্ট টিম তাকে জরুরী ভিত্তিতে সহায়তা করে এবং হাসপাতালে নিয়ে যায়। সে এখন আগের থেকে ভালো অনুভব করছে। তার আনিত অভিযোগ পুরোটাই অসত্য। কোনো ভক্ত তাকে আঘাত করেনি।’
জানা গেছে, শুক্রবার (২৭ সেপ্টেম্বর) টেস্টের প্রথম দিনে মধ্যাহ্ন বিরতির সময় বৃষ্টি নামতে শুরু করলে গ্যালারির ভেতরের দিকে চলে যান টাইগার রবি। এ সময় স্থানীয় কিছু সমর্থকের সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন বাংলাদেশের এই সমর্থক। এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন তারা। পরে পুলিশের সহযোগিতায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় রবিকে। আহত অবস্থায় তিনি জানান, পাঁজরের নিচের অংশে আঘাত লেগেছে।