ঢাকা | বঙ্গাব্দ

কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া অফিস

আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।
  • | ০৫ মে, ২০২৪
কালবৈশাখীর পূর্বাভাস দিল আবহাওয়া অফিস ঝড়

আগামী ৭২ ঘণ্টায় সারা দেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর।


একইসঙ্গে সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের আট বিভাগে ঝড়ের সাথে বজ্রপাত ও বিচ্ছিন্নভাবে শিলা বৃষ্টি হতে পারে।


এদিকে আগামী ৭২ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ অধিকাংশ জায়গায় প্রশমিত হবে। সারাদেশের দিন ও রাতের তাপমাত্রা ১-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।


আগামী পাঁচদির বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।এবার এপ্রিল মাস জুড়েই দেশের ওপর দিয়ে বয়ে গেছে তাপপ্রবাহ, এতো দীর্ঘ সময় টানা তাপপ্রবাহ আর দেখা যায়নি।