ঢাকা | বঙ্গাব্দ

‘দ্রুতই সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচিত হবে’

রোববার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাংবাদিক মেহেরুন রুনির ভাই ও মামলার বাদী নওশের আলম। আইনজীবী ও বাদীর দাবি মামলার তদন্তভার দেওয়া হোক পিবিআইকে।
  • | ২৯ সেপ্টেম্বর, ২০২৪
‘দ্রুতই সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচিত হবে’ সাগর-রুনি।

সাংবাদিক সাগর-রুনি হত্যা মামলায় আইনজীবী হিসেবে কাজ করবেন সুপ্রিমকোর্টের আইনজীবী শিশির মনির। 


রোববার (২৯ সেপ্টেম্বর) সুপ্রিমকোর্টে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সাংবাদিক মেহেরুন রুনির ভাই ও মামলার বাদী নওশের আলম। আইনজীবী ও বাদীর দাবি মামলার তদন্তভার দেওয়া হোক পিবিআইকে।


আইনজীবী শিশির মনির বলেন, দ্রুতই  সাগর-রুনি হত্যার রহস্য উন্মোচিত হবে। ১১৩ বার তদন্ত প্রতিবেদন সময় পেছানে হয়েছে। কি কারণে এমনটা হচ্ছে, কতটুকু অগ্রগতি আছে তা নিয়ে রাষ্ট্র পক্ষের আইনজীবীর সাথে সম্মিলিতভাবে কাজ করবেন তিনি।


আইনজীবী শিশির মনির বলেন সাগর-রুনি হত্যার সব ক্লু ধরে পুনরায় তদন্ত চাইবো। এ বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) দিয়ে তদন্ত করাতে চাই। এদিকে আলোচিত এ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন জমার তারিখ ১১১ বার পিছিয়েছে। সবশেষ ৯ সেপ্টেম্বর আদালত এ মামলার তদন্ত প্রতিবেদন জমা দিতে আগামী ১৫ অক্টোবর দিন ধার্য করেছেন।


মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৯ সেপ্টেম্বর দিন ধার্য ছিল। কিন্তু ওই দিন মামলার তদন্ত সংস্থা র্যা ব প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত প্রতিবেদন দাখিলের নতুন তারিখ নির্ধারণ করেন।


মামলায় রুনির বন্ধু তানভীর রহমানসহ মোট আসামি আট জন। তারা হলেন- সাংবাদিক দম্পতির বাড়ির নিরাপত্তাকর্মী এনাম আহমেদ ওরফে হুমায়ুন কবির, রফিকুল ইসলাম, বকুল মিয়া, মিন্টু ওরফে বারগিরা মিন্টু ওরফে মাসুম মিন্টু, কামরুল হাসান অরুন, পলাশ রুদ্র পাল, তানভীর রহমান ও আবু সাঈদ।


প্রসঙ্গত, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতে রাজধানীর পশ্চিম রাজাবাজারে সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারওয়ার এবং এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক রুনি ভাড়া বাসায় খুন হন। পরদিন ভোরে তাদের ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।