মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ও ভারতের সশস্ত্র বাহিনীর সদস্যদের মধ্যে পারস্পরিক সফর চলমান রয়েছে। মুক্তিযুদ্ধের সময় অংশগ্রহণকারী দুই দেশের সেনা কর্মকর্তারা এই সফরের মাধ্যমে যুদ্ধকালীন স্মৃতিচারণা এবং সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখছেন।
গতকাল রোববার বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের একটি দল ভারত সফরে গেছে। দলটির নেতৃত্বে রয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল মো. আমিনুর রহমান। এতে কর্মরত কর্মকর্তা মেজর মো. বদরুল ইসলাম এবং তার স্ত্রীসহ আটজন অবসরপ্রাপ্ত মুক্তিযোদ্ধা কর্মকর্তা রয়েছেন। দলটি ১৫ থেকে ১৮ ডিসেম্বর কলকাতায় অনুষ্ঠিত ‘বিজয় দিবস–২০২৪’ উদ্যাপন অনুষ্ঠানে অংশ নেবে।
একই দিনে ভারতীয় সশস্ত্র বাহিনীর ১৭ সদস্যের একটি দল বাংলাদেশ সফরে আসে। ব্রিগেডিয়ার জেনারেল পি পি সিংয়ের নেতৃত্বে থাকা এ দলে মুক্তিযুদ্ধের সময় অংশ নেওয়া আটজন ভারতীয় সেনা কর্মকর্তা এবং তাঁদের স্ত্রীদের সঙ্গে একজন কর্মরত কর্মকর্তা ক্যাপ্টেন সঙ্গীতা মল রয়েছেন। দলটি ১৫ থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
এই সফরের মাধ্যমে দুই দেশের সেনা সদস্যরা একে অপরের সঙ্গে মুক্তিযুদ্ধকালীন অভিজ্ঞতা শেয়ার করার সুযোগ পাচ্ছেন। বিশেষ করে মুক্তিযুদ্ধে অংশ নেওয়া সেনা কর্মকর্তারা পুরনো দিনের স্মৃতি নিয়ে আলোচনা করছেন। এই উদ্যোগ দুই দেশের সশস্ত্র বাহিনীর মধ্যে সম্পর্ক আরও সুদৃঢ় করতে সাহায্য করে।
thebgbd.com/NIT