ঢাকা | বঙ্গাব্দ

দেড় লাখ সেনা নিয়োগ দেবে রাশিয়া

ডিক্রির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট জনবল ২ দশমিক ২ মিলিয়ন থেকে ২ দশমিক ৩৮ মিলিয়নে উন্নীত করা হয়।
  • | ০১ অক্টোবর, ২০২৪
দেড় লাখ সেনা নিয়োগ দেবে রাশিয়া রাশিয়ায় সেনা নিয়োগ।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার (৩০ সেপ্টেম্বর) দেশটিতে একটি ডিক্রি জারি করেছেন। এর মাধ্যমে দেশটিতে নতুন করে কমপক্ষে আরো ১ লাখ ৩৩ হাজার সেনা নিয়োগ করা হবে। সরকারি পোর্টালে প্রকাশিত ওই ডিক্রি অনুসারে ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ লাখ ৩৩ হাজার নন-রিজার্ভিস্টকে ১ অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। খবর আনাদোলুর।

এ সময়ে যাদের সামরিক সেবার মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে অব্যাহতি দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন মাত্র ২ সপ্তাহ আগে পুতিন রুশ সেনাবাহিনীর কর্মী এবং সামরিক সদস্য সংখ্যা বাড়ানোর জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেন।

ওই ডিক্রির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট জনবল ২ দশমিক ২ মিলিয়ন থেকে ২ দশমিক ৩৮ মিলিয়নে উন্নীত করা হয়। একইসঙ্গে, সামরিক সদস্য সংখ্যা ১ দশমিক ৩২ মিলিয়ন থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ মিলিয়ন করা হয়েছে। নতুন এই নিয়োগ প্রক্রিয়া রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির কৌশলের অংশ হিসাবে দেখা হচ্ছে যা দেশটির সামরিক সক্ষমতাকে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।