ইসরায়েলের রাজধানী তেলআবিবে বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ৮ ইহুদি বসতি স্থাপনকারী নিহত হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) রাতে তেলআবিবের জেরুজালেম (কুদস) বুলেভার্ডের একটি ট্রেন স্টেশনে এই হামলার ঘটে বলে জানিয়েছে ইসরায়েলি মিডিয়া। খবর ইরনা ও জেরুজালেম পোস্টের।
প্রতিবেদনে বলা হয়েছে, দুই যুবক মেশিনগান নিয়ে বসতি স্থাপনকারীদের ওপর গুলি চালায়। ইসরায়েলের চ্যানেল এই হামলাকে অত্যন্ত ‘গুরুতর ঘটনা’ হিসেবে বর্ণনা করেছে। তারা জানিয়েছে হামলাকারী দুই যুবককে ইসরায়েলি বাহিনী গুলি করে হত্যা করেছে। এমন সময় এই হামলার ঘটনা ঘটল, যখন ইসরায়েলি বাহিনী গাজা ও লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর তাদের নির্মম হামলা চালিয়ে যাচ্ছে।
ফিলিস্তিনি প্রতিরোধ বাহিনী বারবার প্রতিশ্রুতি দিয়েছে, তারা দখলকৃত ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীদের ওপর হামলা চালিয়ে ইসরায়েলি অপরাধের প্রতিশোধ নেবে। অঞ্চলটিতে ইসরায়েলি বাহিনীর সাম্প্রতিক তাণ্ডব ও হত্যাকাণ্ডের পর ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের পক্ষ থেকে এমন হামলা বাড়তে শুরু করেছে।
লেবাননে দুই সপ্তাহ ধরে ক্ষেপণাস্ত্র ও বিমান হামলার পর এবার স্থল হামলা শুরু করেছে ইসরায়েল। এই হামলার অংশ হিসেবে দক্ষিণ লেবাননে প্যারাট্রুপার ও কমান্ডো অভিযান শুরু করেই সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর প্রবল প্রতিরোধের মুখে পড়েছে। উভয়পক্ষের লড়াইয়ের তীব্রতা দিন দিন বেড়েই চলেছে। ইসরায়েল লেবাননের দক্ষিণাঞ্চলে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে স্থল অভিযান শুরু করেছে বলে জানিয়েছে তাদের ডিফেন্স ফোর্স আইডিএফ। যেসব জায়গায় হামলা হচ্ছে সেগুলো ইসরায়েলি কমিউনিটির জন্য হুমকি বলে উল্লেখ করেছে তারা।
হামলার আগে ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুত শহরের তিনটি এলাকা থেকে স্থানীয় অধিবাসীদের সরে যাওয়ার নির্দেশ দেয়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার রাতে তাদের ৯৮তম এলিট ডিভিশনের সেনারা লেবাননে স্থল অভিযান শুরু করেছে। এই ডিভিশনটি দুই সপ্তাহ আগেও গাজায় হামাসের বিরুদ্ধে লড়েছে।
এর আগে হিজবুল্লাহর ডেপুটি কমান্ডার নাইম কাসেম বলেন যে ইসরায়েলের স্থল অভিযানের জন্য তারা প্রস্তুত এবং এই যুদ্ধ দীর্ঘমেয়াদি হতে পারে। গত শুক্রবার বিমান হামলায় হাসান নাসরুল্লাহর মৃত্যুর পর হিজবুল্লাহর শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে তিনিই প্রথম কোনো মন্তব্য করলেন। এদিকে মঙ্গলবার রাত থেকে ইসরায়েলে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান।