ইরান ইসরায়েলের অভ্যন্তরে অন্তত ৫০০ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যম জেরুজালেম পোস্ট। এর আগে পত্রিকাটি জানিয়েছিল, ইসরায়েলের দিকে অন্তত ৪০০টি ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। খবর তাসের।
ইসরায়েলি সেনাবাহিনীর সূত্রে জানা গেছে, ইরান মঙ্গলবার রাত থেকে দফায় দফায় ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। হামলার ফলে দেশটিজুড়ে বিমান হামলার সতর্কবার্তা জারি করা হয়েছে এবং ইসরায়েলি বেসামরিক নাগরিকদের দ্রুত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এ হামলার ফলে ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র আটকাতে সক্ষম হয়েছে বলে তেলআবিব দাবি করে আসলেও ইরান বলছে ৯০ শতাংশ ক্ষেপণাস্ত্র সফলভাবে লক্ষবস্তুতে হামলা চালিয়েছে।
গাজা এবং লেবাননে ইসরায়েলের সাম্প্রতিক হামলার প্রতিক্রিয়ায় ইরান এই পাল্টা হামলা শুরু করেছে বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী এই হামলার পর কঠোর প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে। এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে এবং বিশেষজ্ঞরা মনে করছেন, এটি আরো বড় সংঘর্ষে রূপ নিতে পারে।