ঢাকা | বঙ্গাব্দ

ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩

মুম্বাইয়ের চিফ ফায়ার অফিসার সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় দুই পাইলট এবং একজন প্রকৌশলী মারা গেছেন।
  • | ০২ অক্টোবর, ২০২৪
ভারতে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ৩ পুনে শহরের উপকণ্ঠে ঘটনাটি ঘটেছে।

ভারতে বুধবার (২ অক্টোবর) সকালে একটি ব্যক্তিগত হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে এর ৩ আরোহীর সবাই নিহত হয়েছে। এক দমকল কর্মকর্তার বরাত দিয়ে দেশটির গণমাধ্যমগুলো জানিয়েছে, ভারতের বাণিজ্যিক রাজধানী খ্যাত মুম্বাইয়ের দক্ষিণ-পূর্বে এবং পুনে শহরের উপকণ্ঠে বুধবার সকাল পৌনে ৭টার দিকে পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার পর এতে আগুন ধরে যায়। খবর আরব নিউজের।

মুম্বাইয়ের চিফ ফায়ার অফিসার দেবেন্দ্র পটফোড সাংবাদিকদের জানিয়েছেন, দুর্ঘটনায় দুই পাইলট এবং একজন প্রকৌশলী মারা গেছেন। তিনি বলেন, আমরা ঘটনাস্থলে পৌঁছে দেখি হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেছে। এতে তিন আরোহী দগ্ধ হয়ে নিহত হয়েছে। মরদেহ পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।

হেলিকপ্টারটি বিরোধী দল জাতীয়তাবাদী কংগ্রেস পার্টির নেতাদের নিয়ে মুম্বাইয়ের দিকে যাচ্ছিল। দুর্ঘটনার কারণ এখনও সনাক্ত করা না গেলেও, স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে যে ওই সময় এলাকায় ঘন কুয়াশা ছিল।