ঢাকা | বঙ্গাব্দ

জরিমানা ছাড়াই গাড়ির কাগজ হালনাগাদ

জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ফলে মোটরযান মালিকরা নতুন এই সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি দিয়েই কাগজপত্র হালনাগাদ করতে পারবেন।
  • | ০৫ মে, ২০২৪
জরিমানা ছাড়াই গাড়ির কাগজ হালনাগাদ জরিমানা ছাড়াই গাড়ির কাগজ হালনাগাদ

জরিমানা ছাড়া মোটরযানের কাগজপত্র হালনাগাদ করার সময় বাড়িয়েছে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ)। ফলে মোটরযান মালিকরা নতুন এই সময়ের মধ্যে শুধু মূল কর ও ফি দিয়েই কাগজপত্র হালনাগাদ করতে পারবেন।


আজ রোববার (৫ মে) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের বিআরটিএ সংস্থাপন শাখার উপসচিব মো. মনিরুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়।


প্রজ্ঞাপনে বলা হয়, জরিমানা ব্যতীত মূল কর ও ফি জমা প্রদানপূর্বক সকল প্রকার মোটরযানের কাগজপত্র (ফিটনেস, ট্যাক্স টোকেন ও রুট পারমিট) এবং ড্রাইভিং লাইসেন্স হালনাগাদ করার সময়সীমা আগামী ৩০ জুন পর্যন্ত সর্বশেষবারের মতো বৃদ্ধি করা হলো।