ঢাকা | বঙ্গাব্দ

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে

বিকেল তিনটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।
  • | ০৫ অক্টোবর, ২০২৪
প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াতের বৈঠক বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসছে রাজনৈতিক দলগুলো। এরই অংশ হিসেবে শনিবার (৫ অক্টোবর) বিকেল তিনটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আলোচনায় বসবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল।

প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম গত বুধবার বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে রাষ্ট্রের বিভিন্ন কাঠামো সংস্কারে গঠিত ছয় কমিশনের কাজের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। তাদের কমিশনের কাজের অগ্রগতি সম্পর্কে অবহিত করা হবে। এছাড়া আইনশৃঙ্খলার বিষয়েও আলোচনা হবে, তাদের পরামর্শ নেওয়া হবে।

এদিকে জামায়াত নেতাদের সঙ্গে বৈঠকের আগে দুপুর আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে ড. ইউনূসের বৈঠক হবে। বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের অন্য নেতারা অংশ নেবেন বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।