ঢাকা | বঙ্গাব্দ

আল জাজিরার অফিসে ইসরায়েলের অভিযান

অধিকৃত পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে ইসরাইলি পুলিশ।
  • | ০৫ মে, ২০২৪
আল জাজিরার অফিসে ইসরায়েলের অভিযান সংগ্রহীত

অধিকৃত পূর্ব জেরুজালেমে আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার অফিসে তল্লাশি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। তল্লাশিকালে চ্যানেলের সম্প্রচার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে। ইসরায়েলের যোগাযোগমন্ত্রী বিষয়টি নিশ্চিত করেছেন।


রোববার (৫ মে) আল জাজিরার সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়ার পরই তাদের অফিসে তল্লাশি অভিযান শুরু করে ইসরাইলি পুলিশ। আল জাজিরার প্রতিবেদন মতে, রোববার (৫ মে) আল জাজিরার সম্প্রচার বন্ধের সিদ্ধান্ত নেয়ার পরই তাদের অফিসে তল্লাশি অভিযান শুরু করে পুলিশ।


গাজায় সামরিক আগ্রাসন শেষ না হওয়া পর্যন্ত চ্যানেলটির কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর মন্ত্রিসভা। 


গাজায় ইসরাইলি সামরিক আগ্রাসন ও গণহত্যার প্রকৃত বাস্তবতা তুলে ধরায় অনেকদিন ধরেই আল জাজিরা বন্ধ করার হুমকি দিয়ে আসছিল ইসরায়েল। সেই হুমকিই এবার বাস্তবায়ন করা হলো। 


চ্যানেলটির সাংবাদিকরা এরইমধ্যে অধিকৃত পূর্ব জেরুজালেমে কাজ বন্ধ করে দিয়েছে। ইসরায়েলের যোগাযোগমন্ত্রী স্লমো কার্চি বলেছেন, আল জাজিরার সম্প্রচার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।