স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেছেন, গত ১৫ বছরে সাম্প্রদায়িক হামলার ঘটনায় জড়িতদের প্রত্যেককে বিচারের মুখোমুখি হতে হবে। রোববার (৬ অক্টোবর) বিকেলে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রমনা কালী মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
সাম্প্রদায়িক হামলার ঘটনা উল্লেখ করে জাহাঙ্গীর আলম বলেন, ‘এই অপকর্মে যারা জড়িত, তাদের সকলকেই বিচারের আওতায় আনা হবে। আমরা সবার বিচার নিশ্চিত করার চেষ্টা করব।’ ভারত থেকে উস্কানিমূলক ভিডিও প্রকাশের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘পাশের দেশ অনেক কিছু বলবে, তবে আপনারা প্রকৃত ঘটনা বের করুন এবং সঠিক তথ্য জানান।’
তিনি আরও বলেন, ‘হিন্দু সম্প্রদায়ের বিরুদ্ধে নানা অপপ্রচার চালানো হয়। আপনাদের সত্যি ঘটনা লেখার অনুরোধ করছি। আমাদের যদি কোথাও ভুল থাকে, আমরা তা সংশোধন করব। এবং যদি আমাদের কোনো ভালো কাজ হয়, সেটাও আপনারা প্রকাশ করবেন।’
এ সময় ঢাকা মহানগর পুলিশের কমিশনার মাইনুল হাসানসহ রমনা কালী মন্দির পূজা উদযাপন কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।