সরায়েলের ভয়াবহ বিমান হামলায় লেবানন থেকে প্রায় আড়াই লাখ মানুষ সিরিয়ায় পালিয়ে গেছেন। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি সোমবার এ কথা বলেছেন। ফিলিপ্পো গ্র্যান্ডি এক্স-এ করা এক পোস্টে বলেছেন, সিরিয়া-লেবানন সীমান্তে আছি, যেখান দিয়ে ২৩ সেপ্টেম্বর থেকে সিরিয়ায় আশ্রয় নেওয়া এক চতুর্থাংশ লেবানিজ পাড়ি দিয়েছেন। তিনি আরো বলেন, স্থানীয় কর্তৃপক্ষ, সিরিয়ান রেড ক্রিসেন্ট, জাতিসংঘ এবং অন্য অংশীজনরা এই শরণার্থীদের জন্য একটি মানবিক সহায়তার জন্য অবিরাম কাজ করছে। খবর আনাদোলুর।
গ্র্যান্ডি শনিবার থেকে ওই অঞ্চলে অবস্থান করছেন, সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে দেখা করেছেন এবং সিরিয়া ও লেবাননের নাগরিকদের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে যারা ইসরায়েলি হামলার কারণে লেবানন থেকে পালিয়ে গিয়েছেন, তাদের সঙ্গে কথা বলেছেন। গ্র্যান্ডি বলেন, ইসরায়েলি বিমান হামলায় হাজার হাজার মানুষ নিঃস্ব বা বাস্তুচ্যুত হয়েছেন। তাদের পরিস্থিতি দেখতে সিরিয়ার সীমান্ত এলাকা পরিদর্শন করছি।
ইসরাইল ২৩ সেপ্টেম্বর থেকে হিজবুল্লাহর বিভিন্ন লক্ষ্যবস্তুতে লেবাননজুড়ে ব্যাপক বিমান হামলা চালিয়ে যাচ্ছে। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় ১ হাজার ২৫১ জন নিহত ও ৩ হাজার ৬১৮ জন আহত হয়েছেন। এছাড়াও ১২ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। গাজা এবং লেবাননে ইসরায়েলের অব্যাহত হামলায় মধ্যপ্রাচ্য অঞ্চল একটি আঞ্চলিক যুদ্ধক্ষেত্রে পরিনত হয়েছে। এর মধ্যে ১ অক্টোবর থেকে দক্ষিণ লেবাননে স্থল হামলা শুরুর মাধ্যমে ইসরায়েল এই সংঘাতকে আরো প্রসারিত করেছে।