বরাবেরর মত সংগীতশিল্পী জেফার রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা কিছু ছবিতে ভক্তদের মধ্যে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন। সেখানে তাকে দেখা গেছে লো মেকআপ, খোলা চুলে; যা তার ভিন্ন স্টাইলকে আরও প্রাঞ্জল করে তুলেছে।
ছবিগুলোতে দেখা যায় তিনি একটি সাদা ফ্লোয় ক্রপ টপ ও হাফ জিন্স পরেছেন। গলায় ঝোলানো ছোট ব্যাগ, কানে দুল, ঠোটে হালকা লিপস্টিক। ছবিগুলো হিমালয়ের দেশ নেপালে তোলা। ছবিগুলো সেখানকার একটি গুহা থেকে তোলা। ছবিগুলো শেয়ার করে ক্যাপশনে জেফার নেপালের পতাকার ছবি জুড়ে দেন।
জেফারের ভক্তরা তার এই নতুন লুকের প্রশংসা করেছেন, যদিও কেউ কেউ কটাক্ষ করতেও পিছপা হননি। মোস্তাফিজুর নামে একজন লিখেছেন, ‘দয়া করে আপনি চুলে নারকেল তেল ব্যবহার করবেন, আপনার চুল দেখে রাতে ঘুমাতে পারি না।’ আরেকজনের মন্তব্য, ‘আনফলো করছি তারপরও কেন সামনে আসছ? আমার রুচি নষ্ট হয়ে যায়!’