ঢাকা | বঙ্গাব্দ

তরুণকে গুলি করে হত্যার হুমকি চেয়ারম্যান প্রার্থীর

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও প্রথম ধাপের উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস এক তরুণকে জন সাধারণের সামনে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।
  • | ০৬ মে, ২০২৪
তরুণকে গুলি করে হত্যার হুমকি চেয়ারম্যান প্রার্থীর সংগ্রহীত

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও প্রথম ধাপের উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিমল কৃষ্ণ বিশ্বাস এক তরুণকে জন সাধারণের সামনে গুলি করে হত্যার হুমকি দিয়েছেন।


প্রকাশ্যে হুমকি দেয়ার সেই ভিডিও গত শনিবার (৪ মে) সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। নির্বাচনের শেষ সময়ে এমন একটি বিষয় কোটালীপাড়ার মানুষের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।হত্যার হুমকি পাওয়া মনোতোষ মধু কোটালীপাড়া উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের চড়াহরবাড়ি গ্রামের মনোরঞ্জন মধুর ছেলে।


ভাইরাল ভিডিওতে দেখা যায়, বিমল কৃষ্ণ বিশ্বাস উত্তেজিত হয়ে মনোতোষকে শাসাচ্ছেন। উচ্চস্বরে তিনি বলেন, তোরে বানাব, জম্মের বানান। এ সময় ওই তরুণ চুপচাপ দাঁড়িয়ে থাকলেও অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকেন বিমল। তিনি মনোতোষকে বলেন, ‘তোর এখান দিয়ে গুলি করবো, ওখান দিয়ে বের করে দেবো। তবে আশপাশের কেউই প্রতিবাদ করেননি।


হুমকি দেয়ার বিষটি এড়িয়ে গিয়ে মুঠোফোনে বিমল কৃষ্ণ বিশ্বাস বলেন, ‘৪ মাস আগে চড়াহরবাড়ি গ্রামে মনোতোষ মধুর বাড়ির পাশে একটা অনুষ্ঠানে পৌঁছে গাড়ি থেকে নামার সময় দুটি মোটরসাইকেল নিয়ে আমাকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ করে। আমি আইনি পদক্ষেপ নিতে চাইলে তারা আমার কাছে ক্ষমা চায়। তাদের মুরব্বীদের অনুরোধে আর কোনো আইনি ব্যবস্থা গ্রহণ করিনি। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা আমার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে।