ঢাকা | বঙ্গাব্দ

হাইফাতে লেবাননের শতাধিক রকেট হামলা

রকেট হাইফা শহরতলির কিরিয়াত ইয়াম এবং কিরিয়াত মটজকিনের ক্ষতি করেছে বলে ইসরায়েলের পুলিশ দাবি করেছে।
  • | ০৮ অক্টোবর, ২০২৪
হাইফাতে লেবাননের শতাধিক রকেট হামলা হামলার পর হাইফা।

ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফায় লেবানন থেকে মঙ্গলবার সকাল থেকে দফায় দফায় শতাধিক রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। এসব হামলায় ইসরায়েলি শহরটির অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
 
ইসরায়েলের সেনাবাহিনী- আইডিএফ বলছে, হাইফায় হিজবুল্লাহর ছোড়া রকেটের বেশিরভাগই বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেভাবে প্রতিহত করা হয়েছে। তবে কিন্তু রকেট হাইফা শহরতলির কিরিয়াত ইয়াম এবং কিরিয়াত মটজকিনের ক্ষতি করেছে বলে ইসরায়েলের পুলিশ দাবি করেছে। লেবানন থেকে হাইফা এলাকায় মঙ্গলবার দুপুরে আরও ২০টি রকেট নিক্ষেপ করা হয়েছে। এসব এলাকার ঘরবাড়ি ছাড়াও বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষতি হয়েছে।