টাইমস হায়ার এডুকেশনের ২০২৫ সালের বিশ্ব র্যাঙ্কিংয়ে শীর্ষ ৮০০ বিশ্ববিদ্যালয়ের তালিকায় জায়গা করতে পারেনি বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়। দক্ষিণ এশিয়ার মধ্যে ভারতের ২২টি এবং পাকিস্তানের ৯টি বিশ্ববিদ্যালয় এই মর্যাদাপূর্ণ তালিকায় স্থান পেলেও বাংলাদেশি বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে ৮০০ এর পরে।
তালিকায় বাংলাদেশের মোট ১৬টি বিশ্ববিদ্যালয় রয়েছে, তবে সেগুলোর সবই ৮০০ এর পরে অবস্থান করছে। এর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নর্থ সাউথ ইউনিভার্সিটি ৮০১ থেকে ১০০০-এর মধ্যে অবস্থান করেছে।
অন্যদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট) এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) রয়েছে ১০০১ থেকে ১২০০-এর মধ্যে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় আছে ১৫০০-এর পরের অবস্থানে।
যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী ‘টাইমস হায়ার এডুকেশন’ শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন এবং আন্তর্জাতিক শিক্ষার্থীর উপস্থিতি-সহ বিভিন্ন সূচকের ওপর ভিত্তি করে এই র্যাঙ্কিং তৈরি করেছে।
এবারের র্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, দ্বিতীয় স্থানে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) এবং তৃতীয় স্থানে আছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স ২০১-৩০০ এর মধ্যে অবস্থান করছে, যা দেশটির সেরা প্রতিষ্ঠান। এছাড়াও ভারতের আন্না বিশ্ববিদ্যালয়, জামিয়া মিলিয়া ইসলামিয়া, আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ও তালিকায় রয়েছে।
পাকিস্তানের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে কায়েদ-এ-আজম বিশ্ববিদ্যালয় এবং এয়ার ইউনিভার্সিটি শীর্ষে রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এমন অবস্থান দেশের উচ্চশিক্ষার মান নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেছে।