ঢাকা | বঙ্গাব্দ

ম্যানসিটিকে তাদের মাঠেই গুঁড়িয়ে দিল টটেনহ্যাম

টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম ম্যাচে হারের মুখ দেখেছে।
  • | ২৪ নভেম্বর, ২০২৪
ম্যানসিটিকে তাদের মাঠেই গুঁড়িয়ে দিল টটেনহ্যাম সিটির মাঠে গোল উৎসব করেছে টটেনহ্যাম।

গত কয়েক মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে একক আধিপত্য করা ম্যানচেস্টার সিটি চলতি মৌসুমে পথ হারিয়েছে। জিততেই ভুলে গেছে পেপ গার্দিওলার দুর্দান্ত দলটা। টানা চারবারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পঞ্চম ম্যাচে হারের মুখ দেখেছে। ঘরের মাঠেই সিটিজেনদের বড় হারের লজ্জা উপহার দিয়েছে টটেনহ্যাম হটস্পার।


শনিবার (২৩ নভেম্বর) ইতিহাদে স্বাগতিক ম্যানচেস্টার সিটিকে ৪-০ গোলে হারিয়েছে। সব প্রতিযোগিতা মিলিয়ে এটি ম্যানসিটির টানা পঞ্চম হার। ২০০৬ সালের পর এই প্রথম টানা পাঁচ ম্যাচে হারল সিটিজেনরা।


সিটিজেনদের ডেরায় গিয়ে তাদের জালেই ৪ গোল দেয়ার নায়ক জেমস ম্যাডিসন। এই ইংলিশ মিডফিল্ডারের জোড়া গোলের সঙ্গে পেদ্রো পোরো এবং ব্রেনান জনসনের গোল বড় জয় এনে দিয়েছে স্পার্সকে। ২০০৩ সালে আর্সেনালের কাছে ৫-১ গোলে হারের পর এটিই ঘরের মাঠে ম্যানসিটির সবচেয়ে বড় হার।


এই হারে ইতিহাদে সিটিজেনদের অপরাজেয় যাত্রা থামল। টানা ৫২ ম্যাচে অপরাজিত থাকার পর এই হার এলো। এর আগে ঘরের মাঠে ম্যানসিটি সবশেষ হেরেছিল ২০২২ সালে কাতার বিশ্বকাপের আগে। প্রিমিয়ার লিগেও হারের হ্যাটট্রিক হলো সিটির। আর কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো টানা পাঁচ ম্যাচে হারের পাশাপাশি ঘরের মাঠে ৪-০ গোলে হারের অভিজ্ঞতা হলো গার্দিওলার।


এদিন টটেনহ্যামের গোল উৎসবের সূচনা করেন জেমস ম্যাডিসন। ১৩ ও ২০ মিনিটে ২ গোল করে লন্ডনের দলটিকে এগিয়ে দেন এই ইংলিশ মিডফিল্ডার। ৫২ মিনিটে গোল করেন পেদ্রো পোরো। আর যোগ করা সময়ে সিটির কফিনে শেষ পেরেক ঠোকেন ব্রেনান জনসন।


গত অক্টোবরে লিগ কাপে টটেনহ্যামের বিপক্ষে হার দিয়েই সিটির দুর্দশার শুরু। এরপর টানা হেরেছে বোর্নমাউথ, স্পোর্তিং সিপি এবং ব্রাইটনের কাছে।


টটেনহ্যামের কাছে হারে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকল ম্যানসিটি। এক ম্যাচ কম খেলেই লিভারপুল ৫ পয়েন্টে এগিয়ে। অন্যদিকে ১২ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে উঠেছে টটেনহ্যাম।