ঢাকা | বঙ্গাব্দ

গাজায় হামলা বন্ধ না হলে থামবে না হিজবুল্লাহ

হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের তীব্র বিমান হামলা এবং স্থল আক্রমণ সত্ত্বেও, তাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে।
  • | ০৯ অক্টোবর, ২০২৪
গাজায় হামলা বন্ধ না হলে থামবে না হিজবুল্লাহ লড়াই থামাবে না হিজবুল্লাহ্।

ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির সম্ভাবনা উড়িয়ে দিয়েছে লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। সশস্ত্রগোষ্ঠীটি বলছে, গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত তেলআবিবের বিপক্ষে লড়াই করে যাবে তারা। বুধবার (৯ অক্টোবর) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন।

মঙ্গলবার প্রাথমিকভাবে হিজবুল্লাহর উপপ্রধান নাইম কাসেম বলেন, ইসরাইলের সঙ্গে যুদ্ধবিরতিতে যেতে চান তারা। টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে নাইম কাসেম বলেন, লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরি যুদ্ধবিরতির জন্য যে রাজনৈতিক প্রচেষ্টা চালাচ্ছেন, তাতে আমাদের (হিজবুল্লাহর) সমর্থন রয়েছে। তবে এরপরই হিজবুল্লাহ স্পষ্ট করে যে, ইসরায়েল গাজায় হামলা বন্ধ না করলে হিজবুল্লাহও লেবানন থেকে হামলা বন্ধ করবে না।  

হিজবুল্লাহর সঙ্গে এক বছরের সীমান্ত সংঘর্ষের পর ইসরায়েলি হামলা বেড়েই চলছে লেবাননে। গোষ্ঠীটি মধ্যপ্রাচ্যজুড়ে ইরানের প্রক্সিবাহিনীর সবচেয়ে শক্তিশালী সশস্ত্র সংগঠন। গাজায় ইসরায়েলের বিরুদ্ধে রকেট হামলা চালিয়ে হামাসের সমর্থনে লড়াই করছে।

লেবাননে যুদ্ধবিরতির জন্য হিজবুল্লাহ রাজি এমন কিছু প্রতিবেদন ছড়িয়ে পড়ে মঙ্গলবার। তবে এটি প্রত্যাখান করেছে গোষ্ঠীটি। হামাস এবং ফিলিস্তিনিদের প্রতি তাদের চলমান সমর্থন নিশ্চিত করে নতুন বিবৃতিতে বলছে, গাজার বৃহত্তর সংঘাতের সমাধান না করে একতরফা যুদ্ধবিরতির ধারণা হিজবুল্লাহ সমর্থন করে না।

ইসরায়েলের সামরিক বাহিনী মঙ্গলবার বলেছে, দক্ষিণ লেবাননে বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়ে ২৪ ঘন্টায় ভারি বিমান হামলায় হিজবুল্লাহর ছয় সেক্টর কমান্ডার এবং আঞ্চলিক কর্মকর্তাসহ কমপক্ষে ৫০ জন যোদ্ধাকে হত্যা করেছে তারা।

একইদিন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দেন, আমরা হিজবুল্লাহর সক্ষমতাকে কমিয়ে দিয়েছি। আমরা তাদের হাজার হাজার যোদ্ধাকে হত্যা করেছি। যার মধ্যে (হাসান) নাসরুল্লাহ নিজেও রয়েছেন।  নাসরুল্লাহর উত্তরসূরি এবং তার উত্তরসূরির উত্তরসূরিও নিহত হয়েছেন।’ ইসরাইলের প্রধানমন্ত্রী আরও বলেন, আজ হিজবুল্লাহ বহু বছরের মধ্যে সবচেয়ে দুর্বল অবস্থায় রয়েছে।

তবে হিজবুল্লাহ দাবি করেছে, ইসরায়েলের তীব্র বিমান হামলা এবং স্থল আক্রমণ সত্ত্বেও, তাদের সামরিক সক্ষমতা অক্ষুণ্ণ রয়েছে। একইসঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার ঘোষণা পুনর্ব্যক্ত করেছে হিজবুল্লাহ।