ঢাকা | বঙ্গাব্দ

শুরুর ধাক্কা কাটিয়ে ব্রাজিলের স্বস্তির জয়

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ১-২ গোলে হারিয়েছে ব্রাজিল।
  • | ১১ অক্টোবর, ২০২৪
শুরুর ধাক্কা কাটিয়ে ব্রাজিলের স্বস্তির জয় উদযাপনে ব্রাজিলের জয়ের নায়ক লুইজ হেনরিক।

লাতিন অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে একে তো নাকাল দশা, তার ওপর দলে নেই ভিনিসিয়ুস, আলিসন, মিলিতাওয়ের মতো ফুটবলাররা। চিলিও তাই চোখ রাঙাচ্ছিল ব্রাজিলকে। তবে সব বাধা-বিপত্তি কাটিয়ে স্বস্তির জয় পেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।


আজ শুক্রবার (১১ অক্টোবর) বাংলাদেশ সময় ভোরে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে চিলিকে ১-২ গোলে হারিয়েছে ব্রাজিল।


জাতীয় স্টেডিয়ামে চিলি ম্যাচ শুরু হতেই চমকে দেয় ব্রাজিলকে। দ্বিতীয় মিনিটেই ফেলিপে লয়োলার ক্রস থেকে হেডে গোল করেন এদুয়ার্দো ভারগেস। তবে ওই শেষ! এরপর গোলমুখে আর কোনো শটই নিতে পারেনি চিলি। ব্রাজিলও খুব বেশি শট নেয়নি। তবে পার্থক্য গড়ে দেন দুই বোটাফোগো ফুটবলার ইগোর হেসুস এবং লুইজ হেনরিক।


প্রথমার্ধের যোগ করা সময়ে ব্রাজিলের হয়ে অভিষেকেই গোল করেন ফরোয়ার্ড ইগোর হেসুস। ম্যাচের ফল নির্ধারণী গোলটি করেন হেসুসের ক্লাব সতীর্থ হেনরিক। নির্ধারিত সময় শেষ হওয়ার ১ মিনিট আগে ডানপ্রান্ত থেকে একক ভূমিকায় বল নিয়ে ডি বক্সে ঢুকে পড়ে বল জালে পাঠান তিনি। যে গোলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল।


এ জয়ে পয়েন্ট টেবিলেও অগ্রগতি হয়েছে ব্রাজিলের। উঠে এসেছে চারে। ৯ ম্যাচ শেষে দরিভাল জুনিয়রের দলের সংগ্রহ ১৩ পয়েন্ট। অপরদিকে চিলি এই হারে নেমে গেছে ৯ নম্বরে।