উপদেষ্টা আসিফ মাহমুদের বিয়ে নিয়ে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক মো. আবু বাকের মজুমদার। তিনি বলেন, আজ রাতে উপদেষ্টা আসিফ মাহমুদ ভাইয়ের গায়ে হলুদ।
তার করা এমন মন্তব্যে প্রতিক্রিয়াও জানিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ।
শুক্রবার (১১ অক্টোবর) সমন্বয়ক বাকের তার ফেসবুক প্রোফাইল থেকে করা এক স্ট্যাটাসে এ মন্তব্য করেন।
বিকেল ৫টার দিকে উপদেষ্টা আসিফ মাহমুদের বিয়ে নিয়ে করা ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো :
আজকে রাতে উপদেষ্টা Asif Mahmud ভাইয়ের গায়ে হলুদ।
স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে সমন্বয়ক বাকের লেখেন, ‘সোর্সঃ চালাই দেন।
বিয়ে নিয়ে করা সমন্বয়ক বাকেরের মন্তব্যের প্রতিক্রিয়ায় স্ট্যাটাসটির মন্তব্যের ঘরে উপদেষ্টা আসিফ মাহমুদ লেখেন, সাইবার সিকিউরিটি অ্যাক্টে মামলা করা হবে সংঘবদ্ধ গুজব ছড়ানোর দায়ে।