ঢাকা | বঙ্গাব্দ

খারাপ আবহাওয়ার কারণে ব্যাঙে পরিণত হতে আগ্রহী না ব্যাঙাচিরা

এ বছর আবহাওয়ার করণে অনেক ব্যাঙাচি ব্যাঙে পরিণত হয়নি।
  • | ১১ অক্টোবর, ২০২৪
খারাপ আবহাওয়ার কারণে ব্যাঙে পরিণত হতে আগ্রহী না ব্যাঙাচিরা ছবি : সংগৃহীত।

ওয়েস্ট কুমব্রিয়া রিভারস ট্রাস্টের জোডি মিলস জানান, যদি কোনো পুকুরে খুব বেশি ভিড় থাকে এবং তাদের জন্য পর্যাপ্ত খাবার না থাকে, তাহলে তারা ব্যাঙাচি অবস্থায়ই থাকে। আবার যদি পরিবেশ খুব ঠান্ডা হয় তাহলেও তারা ব্যাঙাচি থাকতে পারে।


এ বছর খারাপ আবহাওয়ার কারণে ব্যাঙে পরিণত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙাচিরা। যুক্তরাজ্যে এপ্রিল-মে মাসের দিকে এ বাচ্চা উভচর প্রাণীগুলো পূর্ণাঙ্গ ব্যাঙ হতে শুরু করে। কিন্তু কুমব্রিয়ার কিছু এলাকায় ব্যাঙাচিগুলো এখনও বাচ্চাই রয়ে গেছে। খবর বিবিসি'র।


ওয়েস্ট কুমব্রিয়া রিভারস ট্রাস্টের জোডি মিলস জানান, মোরেসবি পার্কের কাছে ওয়াকমিল কমিউনিটি উডল্যান্ডের একটি নদীতে এ ধরনের ব্যাঙাচি দেখা গেছে।


তিনি বলেন, "বছরের শুরুতেই ব্যাঙচিগুলো সিদ্ধান্ত নেয় তারা ব্যাঙাচি থাকবে নাকি বাচ্চা ব্যাঙে রূপান্তরিত হবে। এ সিদ্ধান্ত বেশিরভাগই নির্ভর করে পরিবেশের ওপর।"


তিনি আরও বলেন, "যদি কোনো পুকুরে খুব বেশি ভিড় থাকে এবং তাদের জন্য পর্যাপ্ত খাবার না থাকে, তাহলে তারা ব্যাঙাচি অবস্থায়ই থাকে। আবার যদি পরিবেশ খুব ঠান্ডা হয় তাহলেও তারা ব্যাঙাচি থাকতে পারে।"


তিনি বলেন, "আমরা আশা করছিলাম এ শীতকাল তারা বেঁচে থাকবে এবং বসন্ততে জন্ম নেওয়া অন্য ব্যাঙাচিগুলো থেকে তারা বেশি সুবিধা পাবে। কারণ তারা আকারে বড়। প্রতি বছরই এমন কিছু ব্যাঙাচির দেখা পাওয়া যায় যারা পূর্ণাঙ্গ ব্যাঙ হতে চায় না।"


ব্যাঙাচিগুলো এমন একটি এলাকায় পাওয়া গেছে যেখানে নদী ও পুকুর পুনরুদ্ধারের মাধ্যমে পরিবেশের উন্নয়ন কাজ চলমান আছে। মিলস জানান, এ ব্যাঙাচিগুলোকে নদী পাওয়া অস্বাভাবিক ছিল। কারণ তারা সাধারণত স্থির পানিতে থাকতে পছন্দ করে।


তবে তিনি জানান, শীতের ঠান্ডা পানিতে তাদের তেমন কোনো সমস্যা হবে না। কারণ, ল্যাবের পরীক্ষায় দেখা গেছে, ব্যাঙাচি কিছুটা বরফ পানি সহ্য করতে পারে। পুকুরের উপরে বরফ জমলেও তারা তলদেশের পানিতে টিকে থাকতে পারে। আর নদীর চলমান পানিতে বরফ জমার সম্ভাবনাও কম থাকে।