ইউরোর কোয়ার্টার ফাইনাল থেকে বাদ পড়ার পর জার্মানির তারকাদের অবসরের মিছিল দেখা গিয়েছিল। তরুণদের নিয়ে নতুন এক যুগে পা রেখেছে চারবারের বিশ্বচ্যাম্পিয়নরা। তরুণরা অবশ্য এখন পর্যন্ত ভরসার প্রমাণ রেখেছে। উয়েফা নেশন্স লিগের ম্যাচে জয় পেয়েছে তারা। তবে টানা দ্বিতীয় ম্যাচে ড্র করেছে নেদারল্যান্ডস। জাতীয় দলে ফন ডাইকের প্রথম লাল কার্ড দেখার দিনে হাঙ্গেরির সঙ্গে ড্র করেছে নেদারল্যান্ডস।
শুক্রবার (১১ অক্টোবর) উয়েফা নেশন্স লিগের ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনাকে ২-১ গোলে হারিয়েছে জার্মানি। জোড়া গোল করেছেন দেনিজ উন্দাভ। বসনিয়া ও হার্জেগোভিনার পক্ষে একটি গোল শোধ করেন এডিন জেকো।
এদিকে আরেক খেলায় ১০ জনের নেদারল্যান্ডস হাঙ্গেরির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে। হাঙ্গেরির পক্ষে গোল করেন রোলান্ড সালাই। নেদারল্যান্ডসের পক্ষে গোল শোধ করেন ডেনজেল ডামফ্রিস।
বিলিনো পোলজে স্টেডিয়ামে আধিপত্য করেছে জার্মানি। মোট ১২টি শট নিয়ে লক্ষ্যে রাখতে পেরেছে ৪টি। অন্যদিকে বসনিয়া ও হার্জেগোভিনার ৮টি শটের মাত্র ১টি লক্ষ্যে ছিল।
জার্মানি দুটি গোলই পেয়েছে প্রথমার্ধে। ৬ মিনিটের ব্যবধানে আসে গোল দুটি। ৩০ মিনিটের মাথায় ফ্লোরিয়ান রিটজের বানিয়ে দেয়া বল থেকে প্রথম গোলটি করেন উন্দাভ। ৩৬ মিনিটে তাকে দ্বিতীয় গোলটি বানিয়ে দেন ম্যাক্সিমিলিয়ান মিটেলস্টেড।
দ্বিতীয়ার্ধে এডিন জেকো একটি গোল শোধ করেন।
এদিকে পুসকাস অ্যারেনায় ৩২ মিনিটে সালাই হাঙ্গেরিকে এগিয়ে দেন। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের মধ্যে দুই দফায় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ফন ডাইককে। তখনো নেদারল্যান্ডস পিছিয়ে। জাতীয় দলের ৭৭ ম্যাচের ক্যারিয়ারে এটিই ফন ডাইকের প্রথম লাল কার্ড।
শেষ পর্যন্ত ৮৩ মিনিটে ডামফ্রিসের গোলে সমতায় ফেরে নেদারল্যান্ডস। সোমবার (১৪ অক্টোবর) জার্মানির বিপক্ষে মাঠে নামবে ডাচরা। এই বড় ম্যাচে ফন ডাইককে ছাড়াই মাঠে নামতে হবে ডাচদের।