ফরিদপুরে অতিরিক্ত মদ পানে তিন তরুণীর পর এবার উজ্জ্বল দাস নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে চারজনের মৃত্যু হয়েছে। সোমবার (১৪ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। উজ্জ্বল দাস ভাঙ্গা উপজেলার মধ্যপাড়া হাসামদিয়া গ্রামের সমীর দাসের ছেলে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, রোববার রাতে প্রতিমা বিসর্জন দিয়ে উজ্জ্বল বন্ধুদের নিয়ে মদ পান করে। পরিবারের লোকজন তাকে ধরে বাসায় নিয়ে যায়। সোমবার বিকেল থেকে উজ্জ্বল অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আনুমানিক ৩টার দিকে উজ্জ্বল মারা যায়।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মাদ মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ পানে এক যুবকের মৃত্যু হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরে পাঠানো হয়েছে। পরে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে শনিবার (১২ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে দুর্গাপূজা দেখতে বের হয়ে মদপানে ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের দুই শিক্ষার্থী মারা যায়। এ ছাড়া রোববার (১৩ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে স্বপ্না বাউলি নামে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়।