ইসরায়েলের প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহুকে ‘শয়তানের পুত্র’ বলে আখ্যায়িত করেছেন নিকারাগুয়ার প্রেসিডেন্ট ড্যানিয়েল ওর্তেগা। একইসঙ্গে নেতানিয়াহুকে নাৎসি জার্মানির নেতা অ্যাডলফ হিটলারের সাথে তুলনা করেছেন তিনি। বুধবার (১৬ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
নিকারাগুয়ান পুলিশের ৪৫ তম বার্ষিকী উপলক্ষ্যে দেওয়া বক্তৃতায় ওর্তেগা বলেন, ‘ইসরায়েল সরকারের একজন প্রধানমন্ত্রী আছেন যিনি শয়তানের পুত্র।’ প্রেসিডেন্ট ওর্তেগা বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী হলেন হিটলার, তিনি জনগণকে ধ্বংস করার আহ্বান জানিয়েছেন।
উল্লেখ্য, শুক্রবার নিকারাগুয়ান সরকার ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘নিকারাগুয়া প্রজাতন্ত্রের সরকার ইসরায়েলের ফ্যাসিবাদী সরকারের সঙ্গে সমস্ত কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।’