দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওরের জেলা সিলেট এলাকার প্রধান নদীগুলোর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। একইসঙ্গে অন্যান্য জেলাগুলোতেও প্রধান প্রধান নদীর পানি বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস কেন্দ্র।
ঢাকার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান পূর্বাভাসের এ তথ্য জানান।
এদিকে বাংলাদেশ ও বৈশ্বিক আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দেশের উত্তর পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে আগামী ২৪ ঘন্টার মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হেতে পারে।
আর এই সময়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার প্রধান প্রধান নদীগুলোতে পানি সমতলে সময়বিশেষ বাড়তে পারে। আর নেত্রকোনা ও কিশোরগঞ্জের প্রধান নদীগুলোর পানি স্থিতিশীলভাবে বৃদ্ধি পেতে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়েছে, আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টায় ভারি বৃষ্টিপাত কমে আসবে এবং নদীর পানি সমতলে পুনরায় হ্রাস পেতে পারে।
ঢাকার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান বলেন, এখন পর্যন্ত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে, তাতে এবছর আকস্মিক বন্যার সম্ভাবনা নেই।