সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে রাশিয়ার ভযাবহ বিমান হামলায় কমপক্ষে ১০ জন নিহত এবং ৩২ আহত হয়েছেন। সিরিয়ার সিভিল ডিফেন্স (হোয়াইট হেলমেট) অনুসারে, বুধবার বিকাল ৫টার দিকে ইদলিবের একটি গ্রামে রাশিয়ার বিমান হামলায় ওই হতাহতের ঘটনা ঘটে। খবর আনাদোলুর।
হোয়াইট হেলমেট জানিয়েছে, আইনশিব নামে একটি গ্রামে একটি কাঠমিস্ত্রির দোকানে রুশ বিমান থেকে হামলা করা হয়। আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। রাশিয়ার তিনটি যুদ্ধবিমান লাতাকিয়ার বিমানঘাঁটি থেকে উড্ডয়ন করে এবং বুধবার বিকেল ৫টার দিকে ইদলিবে চারটি বিমান হামলা চালায়। এলাকাটি সরকার বিরোধীদের দখলে বলে জানা গেছে। গত চারদিনে রাশিয়া ইদলিবের ২৭টি ভিন্ন স্থানে বিমান হামলা চালিয়েছে।
২০১৭ সালে আস্তানায় অনুষ্ঠিত আলোচনায়- তুরস্ক, রাশিয়া এবং ইরান সিরিয়ার সরকারের নিয়ন্ত্রণের বাইরে আছে এমন এলাকায় চারটি এলাকাকে নিরাপদ জোন হিসেবে প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছিল। ইরান-সমর্থিত যোদ্ধা ও রাশিয়া সমর্থিত সিরিয়ার সরকার অবশ্য হামলা অব্যাহত রাখে এবং চারটি অঞ্চলের তিনটি দখল করে ইদলিবের দিকে তাদের দৃষ্টি নিবদ্ধ করে। যদিও তুরস্ক এবং রাশিয়া একটি যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য ২০১৮ সালে সেপ্টেম্বরে আরো একটি চুক্তিতে উপনিত হয়, ২০১৯ সালের মে মাসে সহিংসতা আবার তীব্র হয়ে উঠে।
২০২০ সালের ৫ মার্চ তুরস্ক এবং রাশিয়ার মধ্যে একটি নতুন যুদ্ধবিরতি চুক্তি হয়। সিরিয়ায় ২০১৭ থেকে ২০২০ সালের মধ্যে গ্রহযুদ্ধে প্রায় ২০ লাখ বেসামরিক লোক বাস্তুচ্যুত হয় এবং তুর্কি সীমান্তের কাছাকাছি অঞ্চলে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।