সিরাজগঞ্জ সদরে শিল্পপার্কে গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করতে গিয়ে পাইপের ভেতরে বালুচাপা পড়া শ্রমিক মো. সোহাগকে উদ্ধার করা হয়েছে। আটকে পড়ার পর টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় তাকে গ্যাস পাইপের ভেতর থেকে উদ্ধার করেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা।
আজ সোমবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মুলিবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।
মো. সোহাগের বাড়ি ভোলা জেলার শশিভুষণ থানার রসুলপুর গ্রামের বাসিন্দা।
সিরাজগঞ্জ ফায়ার সার্ভিন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আতাউর রহমান জানান, শিল্পপার্কে গ্যাস সঞ্চালন পাইপ স্থাপন করতে গিয়ে পাইপের মাথায় শরীরের অর্ধেক আটকা পড়ে সোহাগ। খবর পেয়ে ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ভেকু মেশিন দিয়ে বালি সরিয়ে পাইপের মধ্য থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি বলেন, উদ্ধারের পর সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এরপর সেখান থেকে তাকে বগুড়ায় রেফার্ড করা হয়েছে।