ঢাকা | বঙ্গাব্দ

দেশের সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত সরকারের

শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।
  • নিজস্ব প্রতিবেদক | ২৮ জানুয়ারি, ২০২৫
দেশের সব ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণের সিদ্ধান্ত সরকারের সংগৃহীত

দেশের সব স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা জাতীয়করণের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের যুগ্ম সচিব মাসুদুল হক এক ব্রিফিংয়ে এই ঘোষণা দেন।


এ সময় তিনি জানান, চলতি বছর থেকেই শিক্ষকদের অন্যান্য দাবি বাস্তবায়নের প্রক্রিয়া শুরু হবে। প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণি চালুর অনুমোদন দেওয়া হবে এবং শিক্ষক নিয়োগের ব্যবস্থা নেওয়া হবে। এই ঘোষণার পর আন্দোলনরত শিক্ষকরা তাদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার করেন। অনেক শিক্ষক সরকারের প্রতি কৃতজ্ঞতা জানাতে আবেগপ্রবণ হয়ে পড়েন।


তবে আন্দোলনকারী শিক্ষকরা জানিয়েছেন, জুন মাসের মধ্যে তাদের সব দাবি পূরণের সিদ্ধান্ত কার্যকর না হলে ১ জুলাই থেকে কঠোর কর্মসূচি পালন করা হবে।


এর আগে শিক্ষকদের পক্ষ থেকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়েছিল মাদরাসা জাতীয়করণের দাবিতে। নির্ধারিত সময়ে দাবি পূরণ না হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাওয়ের হুঁশিয়ারি দেন তারা।


গতকাল সোমবার রাজধানীর শাহবাগ এলাকায় শিক্ষকদের অবস্থান কর্মসূচি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক রুহুল আমিন শিক্ষকদের পক্ষে এই আল্টিমেটামের ঘোষণা দেন।


thebgbd.com/NIT