সিরাজগঞ্জে বিএনপির সম্প্রীতি সমাবেশ অতিরিক্ত নেতাকর্মী মঞ্চে ওঠায় সেটি ভেঙে পড়েছে। এ ঘটনায় বিএনপির ২৫-৩০ জন নেতাকর্মী আহত হয়েছেন। সমাবেশে নেতাকর্মীদের তিলধারনের জায়গা ছিল না। গাদাগাদি করে নেতা ও সমর্থকদের অবস্থান ছিল এই সমাবেশে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকাল ৫টার দিকে সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন গেট এলাকায় জেলা বিএনপি আয়োজিত সম্প্রীতি সমাবেশে এ ঘটনা ঘটে।
জানা যায়, এদিন বিকেল ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রীতি সমাবেশে উপস্থিত হন। এর আগে, জেলা ও উপজেলা বিএনপির নেতারা বক্তব্য রাখেন।
তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী বলেন, “দীর্ঘ ২ বছর পর ইকবাল হাসান মাহমুদ টুকু ভাইয়ের সিরাজগঞ্জে আগমন উপলক্ষে তাকে একনজর দেখতে ভিড় করেন নেতাকর্মীরা। এত মানুষের চাপ নিতে না পেরে মঞ্চটি ভেঙে পড়লে আমিসহ প্রায় ২০-২৫ জন নেতাকর্মী আহত হই।”
এর আগে, রাজশাহী বিভাগীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম আলিমের বক্তব্য চলাকালে মঞ্চটি ভেঙে পড়ে। এ সময় জেলা বিএনপির সহসভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি স ম আফসার আলী, সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুসহ প্রায় ২৫-৩০ জন নেতাকর্মী আহত হন।
এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন সম্প্রীতি সমাবেশের প্রধান অতিথি ইকবাল হাসান মাহমুদ টুকু, সিরাজগঞ্জ ২ আসনের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রোমানা মাহমুদ, সহসভাপতি মজিবুর রহমান লেবু, আজিজুর রহমান দুলাল, মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসনা তালুকদার রানা, সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, হারুন-উর-রশিদ খান হাসান, নুর কায়েম সবুজ, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ সুইট, মির্জা মোস্তফা জামানসহ জেলা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, কৃষকদলের প্রায় শতাধিক নেতাকর্মী।