সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে ঢাকাসহ দেশের ৩৭ জেলার বাজারে অভিযান চালিয়ে ৯৯টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (১৯ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোক্তা অধিকার।
এতে বলা হয়, শনিবার (১৯ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের সব বিভাগ ও জেলা পর্যায়ে সবজি, ডিম, ব্রয়লার মুরগি, আলু, ডাল, পেঁয়াজ, রসুন, আদা ও ভোজ্যতেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখতে অভিযান পরিচালনা করা হয়। বিশেষ টাস্কফোর্সসহ এ অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার।
এদিন ঢাকা মেট্রোপলিটন এলাকাতে অধিদপ্তরের ৬ জন কর্মকর্তার নেতৃত্বে ৬টি দল বাজারে অভিযান ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করেছে।
এছাড়াও অন্যান্য বিভাগীয় শহরসহ দেশের মোট ৩৭টি জেলায় একযোগে এ অভিযান পরিচালিত হয়। সারাদেশে ৪২টি দলের অভিযানের মাধ্যমে ৯৯টি প্রতিষ্ঠানকে মোট ৫ লাখ ১৫ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
ভোক্তা-অধিকার রক্ষায় অধিদপ্তরের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।