ঢাকা | বঙ্গাব্দ

তারেক রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন

নির্বাহী আদেশে তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদের নেতাকর্মীরা।
  • | ২১ অক্টোবর, ২০২৪
তারেক রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে মানববন্ধন তারেক জিয়ার মুক্তির দাবিতে মানববন্ধন

নির্বাহী আদেশে তারেক রহমানের সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করেছে তারেক জিয়া পরিষদের নেতাকর্মীরা।


আজ সোমবার (২১ অক্টোবর) সকালে গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশে তারেক জিয়া পরিষদের নেতাকর্মীরা এ মানববন্ধন করেন।


তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আমিনুল ইসলাম সোহাগ বলেন, তারেক রহমানের নিঃস্বার্থ মুক্তির দাবিতে গাজীপুর জেলায় মানববন্ধন হয়েছে। তারেক রহমানকে নিঃশর্ত মুক্তি না দিলে সারা কঠোর আন্দোলন ও মানববন্ধনের হুশিয়ারি দেন তিনি। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট সরকারের মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি জানান অন্তর্বর্তী সরকারের কাছে।


মানববন্ধন উপস্থিত নেতারা বলেন, তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহার করে তাকে নিঃস্বার্থ মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। যদি তারেক রহমানকে নিঃস্বার্থ মুক্তি না দেয়া হয় তাহলে সারাদেশে মানববন্ধন অনুষ্ঠিত হবে বলে জানান।


এ সময় তারেক জিয়া পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম ও ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেনসহ গাজীপুর জেলার তারেক জিয়া পরিষদের নেতাকর্মীরা মানববন্ধনে উপস্থিত ছিলেন।