ঢাকা | বঙ্গাব্দ

আল আরাবিয়ার লাইসেন্স বাতিল

আল আরাবিয়া ইসরায়েলি গণহত্যাকে এমনভাবে প্রচার করেছে, যা ফিলিস্তিনি ও লেবানিজদের মনোবল দুর্বল করে তুলছে।
  • | ২১ অক্টোবর, ২০২৪
আল আরাবিয়ার লাইসেন্স বাতিল আল আরাবিয়া

পক্ষপাতিত্বমূলক সংবাদ প্রচারের অভিযোগে সৌদি আরবের রাষ্ট্রীয় মালিকানাধীন সংবাদমাধ্যম আল আরাবিয়ার লাইসেন্স বাতিল করেছে আলজেরিয়া। ইরাকের মিডিয়া ও যোগাযোগ বিভাগ সৌদি এমবিসি নেটওয়ার্কের লাইসেন্স বাতিলের একদিন পর রবিবার (২০ অক্টোবর) আলজেরিয়া এই পদক্ষেপ নিয়েছে।

আলজেরীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, আল আরাবিয়া গাজা এবং লেবাননের ইসরায়েলি গণহত্যাকে এমনভাবে প্রচার করেছে, যা ফিলিস্তিনি ও লেবানিজদের মনোবল দুর্বল করে তুলছে।

শুক্রবার সৌদি মিডিয়া গ্রুপ এমবিসির আরাবাস্তা চ্যানেল ‘মিলেনিয়াম গেট রিলিভার অফ টেরোরিস্টস’ শিরোনামে একটি প্রতিবেদন প্রচার করেছে। যেখানে ফিলিস্তিন ও লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের ‘সন্ত্রাসী’ হিসেবে তুলে ধরেছে।

এরই পরিপ্রেক্ষিতে শনিবার সকালে বিক্ষুব্ধ ইরাকি তরুণরা বাগদাদে সৌদি এমবিসি চ্যানেলের অফিসেও আগুন ধরিয়ে দেয়। পরবর্তীতে সৌদি মিডিয়া রেগুলেশন অথরিটি এমবিসির পরিচালকদের তলব করতে বাধ্য হয়।