তিন মাসের বকেয়া বেতন এবং বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে আশুলিয়ার বাইপাইল ত্রি-মোর এলাকার বিক্ষুব্ধ শ্রমিকরা সোমবার থেকে অবরোধ করে আসছিলেন। অবশেষে ৩২ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় আজ বিকাল ৫টার দিকে সড়ক ছাড়তে বাধ্য হন বিক্ষুব্ধ শ্রমিকরা।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেল ৫টার দিকে আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় জেনারেশন নেক্সট লিমিটেড কারখানার শ্রমিকরা মহাসড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা জানান, তিন মাসের অধিক সময় ধরে বকেয়া বেতন না দিয়ে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। তারা একাধিকবার আমাদের বেতন-ভাতা দেওয়ার কথা বলেও দেয়নি। অবশেষে আমরা সড়কে আসতে বাধ্য হয়েছি। এছাড়াও কারখানার স্টাফদেরও বেতন দেয় না কর্তৃপক্ষ। অন্তত ৪/৫ মাসের বকেয়া বেতন পাচ্ছে না স্টাফরা। তাই বন্ধ কারখানা খুলে দেওয়া ও বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা গতকাল সকাল থেকে সড়ক অবরোধ করে রাখি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক শ্রমিক বলেন, আজ বিকেল ৫টার দিকে পুলিশ জলকামান দিয়ে পানি ছুড়লে আমরা সড়ক ছেড়ে দিতে বাধ্য হই। এটা অন্যায়, ন্যায্যতার ভিত্তিতে আমরা আমাদের দাবি-দাওয়া নিয়ে রাজপথে এসেছিলাম। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তাদের শক্তি প্রয়োগ করে আমাদের উঠিয়ে দিয়েছে। আমাদের কয়েকজন ভাইকে আটক করা হয়েছে। তারা আমাদের উপর জুলুম করেছে। আমরা আমাদের বেতন চাই। আমাদের অধিকার ফিরিয়ে দেওয়া না হলে আমরা আবার রাজপথ দখল করব।
এ ব্যাপারে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাদের কাউকেই পাওয়া যায়নি।
তবে, তাৎক্ষণিকভাবে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।