ঢাকা | বঙ্গাব্দ

স্যালফোর্ডের জালে সিটির গোল উৎসব

এফএ কাপে রবিবার রাতে তৃতীয় রাউন্ডে গোলবন্যায় ভাসিয়েছে স্যালফোর্ড সিটিকে।
  • নিজস্ব প্রতিবেদক | ১২ জানুয়ারি, ২০২৫
স্যালফোর্ডের জালে সিটির গোল উৎসব ৩৮০ দিন পর গোলের দেখা পেলেন জ্যাক গ্রিলিশ।

বল পজিশন, ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে আগ্রাসী ফুটবলে একের পর এক জোরালো আক্রমণ-এই মন্ত্রেই বিশ্বসেরা ক্লাবে পরিণত হয়েছিল ম্যানচেস্টার সিটি।তবে সেই সহজাত খেলার ধরণ যেন হঠাৎ হারিয়ে ফেলেছিল স্কাই ব্লুজরা।আর তাতে আসতে থাকে একের পর এক শোচনীয় ফলাফল। ঘুরে দাঁড়ানোর প্রত্যয়ে থাকা সিটি দীর্ঘদীন পর তার পুরোনো রুপে ফিরেছে।


এফএ কাপে রবিবার রাতে তৃতীয় রাউন্ডে গোলবন্যায় ভাসিয়েছে স্যালফোর্ড সিটিকে। নকআউট ম্যাচটি পেপ গার্দিওলার দল জিতেছে ৮-০ ব্যবধানে।৬২ থেকে ৮১-এই ১৯ মিনিটের ব্যবধানে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেন ২২ বছর মিডিফিল্ডার বয়সী জেমস।জোড়া গোল করেছেন  জেরোমি ডোকু। একবার করে জালের দেখা পেয়েছেন জ্যাক গ্রিলিশ, ডিবিন মুবামা,নিকি ও র‍্যালি।


প্রায় ৭০ শতাংশ সময় বল দখলে রেখে একচেটিয়া আধিপত্য করা সিটি গোলের জন্য মোট শট নিয়েছে ২০ টি। এর মধ্যে অন টার্গেট ছিল ১০টি,যার ৮ টি পায় জালের দেখা।


বড় এই জয়ে নকআউট সিস্টেমের এই ইংলিশ ক্লাব প্রতিযোগিতার চতুর্থ রাউন্ড নিশ্চিত করল পেপ গার্দিওলার দল।


thebgbd.com/NIT