ঢাকা | বঙ্গাব্দ

রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ঢাবিতে কুশপুত্তলিকা দাহ

মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সামনে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি।
  • | ২২ অক্টোবর, ২০২৪
রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে ঢাবিতে কুশপুত্তলিকা দাহ পদত্যাদের দাবিতে রাষ্ট্রপতির কুশপুত্তলিকা দাহ। ছবি : সংগৃহীত।

আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধসহ রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনকে আগামীকালের (বুধবার) মধ্যে পদত্যাগের দাবিতে রাষ্ট্রপতির ‘কুশপুত্তলিকা দাহ’ কর্মসূচি পালন করেছে ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা।


মঙ্গলবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সামনে এ কর্মসূচির আয়োজন করে সংগঠনটি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তারা।


এ সময় ‘হাসিনা গেছে যেভাবে, চুপ্পু যাবে সেভাবে’; ‘চুপ্পুর ঠিকানা এই বাংলায় হবে না’- ‘আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার সাবধান’; ‘চুপ্পুর দালালরা হুঁশিয়ার সাবধান’- ইত্যাদি স্লোগান দেন তারা।


এ সময় ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি বিন ইয়ামিন মোল্লা বলেন, আগামীকালের মধ্যে আওয়ামী লীগ ও ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে এবং রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে পদত্যাগ করতে হবে। অন্যথায় বাংলাদেশের ছাত্র-জনতা মাঠ ছাড়বে না।


তিনি আরও বলেন, আওয়ামী লীগের যেসব নেতাকর্মী এখনো লাফালাফি করতেছে তাদের আমরা ধরে এই মধুর ক্যান্টিনের সামনে বেঁধে রেখে উপদেষ্টাদের খবর দিব। তাদের যেখানেই দেখতে পাব সেখানেই আমরা প্রতিহত করব।