ঢাকা | বঙ্গাব্দ

৩৩ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি ট্রেনের শিডিউল

দুর্ঘটনার ৩৩ ঘণ্টার পার হলেও এখনো ঠিক হয়নি শিডিউল বিপর্যয়। এতে চরম ভোগান্তির মধ্যে আছেন যাত্রীরা।
  • | ২৬ অক্টোবর, ২০২৪
৩৩ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি ট্রেনের শিডিউল সংগৃহীত

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এর পর ঢাকার সঙ্গে সারাদেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। লাইনচ্যুত বগি লাইনে ওঠানোর পর শুক্রবার দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়। তবে এ দুর্ঘটনার ফলে তীব্র শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেন। দুর্ঘটনার ৩৩ ঘণ্টার পার হলেও এখনো ঠিক হয়নি শিডিউল বিপর্যয়। এতে চরম ভোগান্তির মধ্যে আছেন যাত্রীরা। যদিও রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, আজ শনিবার দুপুরের মধ্যে শিডিউল বিপর্যয় ঠিক হয়ে যাবে। 


শনিবার (২৬ অক্টোবর) সকালে কমলাপুর রেলওয়ে স্টেশনে গিয়ে দেখা যায়, ট্রেনের জন্য অপেক্ষা করছেন যাত্রীরা।  বিভিন্ন গন্তব্যের উদ্দেশে স্টেশনে আসা যাত্রীরা ভোগান্তির মধ্যে আছেন। 


রেল কর্তৃপক্ষ জানায়, ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের কাজ যেহেতু শেষ হয়ে গেছে। ট্রেন চলাও শুরু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আগের অবস্থায় ফিরবে ট্রেনের শিডিউলও। 


ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মহিউদ্দিন আরিফ জানান, আজ দুপুরের মধ্যে শিডিউল বিপর্যয় ঠিক হয়ে যাবে। 


যাত্রীদের ভোগান্তি এড়াতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানায় রেল কর্তৃপক্ষ। তবে কমলাপুর রেলস্টেশনের এত কাছে ঘটনা হওয়ার পরেও দ্রুত সমাধান না হওয়ায় আজও ক্ষোভ প্রকাশ করেছেন যাত্রীরা। 


বৃহস্পতিবার রাতে আন্তঃনগর ট্রেন পঞ্চগড় এক্সপ্রেসের ৫টি বগি লাইনচ্যুত হয়। এর পর থেকে চরম শিডিউল বিপর্যয়ে পড়ে ট্রেন।