ঢাকা | বঙ্গাব্দ

এল ক্লাসিকোর লড়াই আজ

২০২৪-২৫ মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ।
  • | ২৬ অক্টোবর, ২০২৪
এল ক্লাসিকোর লড়াই আজ সংগৃহীত

২০২৪-২৫ মৌসুমের প্রথম এল ক্লাসিকো আজ। একদিকে হান্সি ফ্লিকের উড়ন্ত বার্সা অন্যদিকে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। ১০ ম্যাচ শেষে লা লিগার পয়েন্ট টেবিলে দুই দলের পার্থক্য মাত্র ৩ পয়েন্ট।


আজ বার্সাকে হারাতে পারলেই লিড ৬ পয়েন্ট বাড়িয়ে নেওয়ার সুযোগ রিয়াল মাদ্রিদের। অন্যদিকে সদ্য বায়ার্ন মিউনিখকে ৪-১ গোলে বিধ্বস্ত করে উড়তে থাকা বার্সেলোনার সামনে সুবর্ণ সুযোগ বার্নাব্যুতে রিয়ালকে কুপোকাত করার।


এখন পর্যন্ত এল ক্লাসিকোর পরিসংখ্যান বলছে দুদলের মধ্যে অনুষ্ঠিত হওয়া ২৫৭টি ম্যাচের মধ্যে ১০৫টি ম্যাচে জয় পেয়েছে রিয়াল। অন্যদিকে ১০০ ম্যাচে জয় পেয়েছে বার্সেলোনা। বাকি ৫২টি ম্যাচ ড্র হয়েছে।


যদিও পরিসংখ্যান দেখে দমে যাচ্ছে না বার্সেলোনা। কারণ ফ্লিকের অধীনে বার্সেলোনা এখন দুর্ধর্ষ ফুটবল খেলছে। অন্যদিকে তারকাখচিত রিয়াল মাদ্রিদের ট্যাকটিশিয়ান কার্লো আনচেলত্তি এমবাপ্পে ও ভিনিসিয়ুসকে নিয়ে ঘরের মাঠে বার্সাকে নাস্তাবুদ করার মাস্টারপ্ল্যান সাজাচ্ছেন।


বাংলাদেশ সময় আজ রাত ১টায় দেখা যাবে এই ম্যাচটি।