ঢাকা | বঙ্গাব্দ

গার্দিওলাই এখন সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ

ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার বেতনের অংক শুনলে আপনি চমকে যাবেন, অবাক হবেন!
  • | ২৭ অক্টোবর, ২০২৪
গার্দিওলাই এখন সবচেয়ে বেশি বেতন পাওয়া কোচ পেপ গার্দিওলা।

ফুটবলাররা কে কত টাকা পেল, কার বেতন কত বেশি- এ নিয়ে সারাবছরই সরগরম থাকে বিশ্বগণমাধ্যম। সর্বোচ্চ বেতন পাওয়া কোচের খেরোখাতা যেন তাদের কাছে নস্যি! কিন্তু ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলার বেতনের অংক শুনলে আপনি চমকে যাবেন, অবাক হবেন!


২০২৪ সালে সর্বোচ্চ বেতন কাঠামোর শীর্ষে কিভাবে পৌঁছালেন পেপ? এখানে একটা অংক রয়েছে! সৌদি আরব জাতীয় দল থেকে রবার্তো মানচিনি’র বিদায়ে এই স্প্যানিশ উঠে এসেছেন শীর্ষে। পেপ বিখ্যাত হয়ে গেছেন মূলত তার বৈপ্লবিক ট্যাকটিকাল ঘরনার জন্ম দিয়ে। তারকা খেলোয়াড়দের বশে আনায় তাঁর জুড়ি মেলা ভার! শিরোপা জয়ের রেকর্ডে তাঁর ধারেকাছেও কেউ নেই। যা তাকে দিচ্ছে বছরে সর্বোচ্চ বেতন পাওয়া কোচের তকমা।


এখন আসুন, পেপ গার্দিওলা ঠিক কত বেতন পান, সেই হিসেব করি। গার্দিওলা পান দুই কোটি পাউন্ড। মূলত মানচিনি পেতেন ২ কোটি ১৫ লাখ পাউন্ড। এখন মানচিনি চাকরিটা ছেড়ে দিতে বাধ্য হওয়ায় গার্দিওলা পাচ্ছেন সর্বোচ্চ বেতন। ১৮ ম্যাচে মাত্র ৭টি জয় মানচিনির অধীনে সৌদি আরবের, যা তাঁর চাকরির চুক্তি শেষ করে দিয়েছে।


অন্যদিকে গার্দিওলার মধ্যে তারকাসুলভ একটি বৈশিষ্ট রয়েছে। তিনি নতুন প্রতিভা খুঁজে বের করতে পারেন, স্পন্সরদের আকর্ষণের কেন্দ্রে থাকেন, তাঁর দলের যেকোন ম্যাচ দর্শক ও সংবাদ মাধ্যমের আগ্রহের কেন্দ্রে থাকে। ফুটবলারদের মেন্টর, সাথে কৌশলী প্রশাসক- এই দুই পরিচয়ে তিনি অনন্য। খবর , টি-স্পোর্টস ।


বিশ্বের সর্বোচ্চ বেতন পাওয়া ২০ ফুটবল ম্যানেজার ও কোচদের মধ্যে পেপ গার্দিওলা বাকিদের চেয়ে এতটাই এগিয়ে যে এখানে একটা বৈষম্য পরিস্কার! দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল কোচ মিকেল আর্তেতার বেতন দেড় কোটি পাউন্ড, অ্যাটলেটিকো মাদ্রিদের দিয়েগো সিমিওনে পান এক কোটি পাউন্ড। বছরে রিয়ালের র্কালো আনচেলত্তি ৯৬ লাখ, ফেনারবাচের হোসে মরিনহো ৮৯ লাখ, আল-হিলালের জর্জি হেসুস ৮৪ লাখ, পিএসজি’র লুইস এনরিকে ৭৫ লাখ, লিভারপুলের আর্নে স্লট ৬৮ লাখ ও ম্যানচেস্টার ইউনাইটেডের এরিক টেন হাগ পান একই বেতন। এই হচ্ছে পৃথিবীর সেরা দশ কোচের বেতন।