দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান করেছেন মিরাজ। তাছাড়া ফিফটি পেয়েছেন তানজিদ তামিম ও মাহমুদউল্লাহ রিয়াদ।
শুরুতে ব্যাট করতে নেমে বাংলাদেশকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার। গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা সৌম্য জাতীয় দলের জার্সিতেও ভালো শুরু পেয়েছিলেন। তবে ইনিংস বড় করতে পারেননি।
ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটি অফ স্টাম্পের বাইরে ভালো লেংথে করেছিলেন আলজারি জোসেফ। জায়গায় দাঁড়িয়ে শট খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন সৌম্য। সাজঘরে ফেরার আগে ১৮ বলে ১৯ রান করেছেন এই বাঁহাতি ওপেনার।
এদিন তিনে ব্যাটিং করতে নামেন লিটন দাস। সৌম্যের বিদায়ের পর উইকেটে এসে বেশিক্ষণ টিকতে পারেননি লিটন। সৌম্যের মতোই অফ স্টাম্পের বাইরের বলে উইকেটের পেছনে ধরা পড়েছেন এই টপ অর্ডার ব্যাটার। রোমারিও শেফার্ডের শিকার হওয়ার আগে ৭ বলে ২ রান করেছেন লিটন।
সৌম্য-লিটনের বিদায়ের পর মেহেদি হাসান মিরাজকে সঙ্গে নিয়ে ইনিংস গড়ার কাজটা ভালোভাবে করেছেন তানজিদ তামিম। শুরু থেকেই আক্রমণাত্মক খেলা তামিম এক প্রান্তে রানের চাকা সচল রেখেছেন। ব্যক্তিগত ফিফটি করেছেন মাত্র ৪৬ বলে। তবে ফিফটির পর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই ওপেনার। ৬০ রান এসেছে তার ব্যাট থেকে।
প্রায় এক বছর পর ওয়ানডে দলে ফেরা আফিফ হোসেনও ভালো শুরু পেয়েছিলেন। তবে ফিরেছেন ২৮ রান করে। রোমারিও শেফার্ডের বলে ডিপ স্কোয়ার লেগে জেইডেন সিলসের হাতে ক্যাচ দিয়েছেন তিনি।
একাধিকবার জীবন পাওয়া মিরাজ ফিফটির দেখা পেয়েছন। তবে তার ব্যাটিং ছিল কিছুটা ধীরগতির। শেষ পর্যন্ত ১০১ বলে ৭৪ রান করে বাংলাদেশ অধিনায়ক ক্যাচ দিয়েছেন শর্ট একস্ট্রা কাভারে।
শেষদিকে মাহমুদউল্লাহ ও জাকের আলি দুর্দান্ত ব্যাটিং করেছেন। মাহমুদউল্লাহ ফিফটি করেছেন ৪৩ বলে। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন। আর জাকেরের ব্যাট থেকে এসেছে ৪০ বলে ৪৮ রান।
thebgbd.com/AR