ইসরায়েলের সেনাবাহিনী (আইডিএফ) গোষণা করেছে যে, লেবাননে তারা যে লক্ষ্য নিয়ে হামলা শুরু করেছিল, তাদের সেই লক্ষ্যপূরণ হয়ে গেয়েছে। হিজবুল্লার সব ঘাঁটি ধ্বংস করে দেওয়ার দাবি করেছে ইসরায়েল। সংঘর্ষের মধ্যেই এমন ঘোষণা দিল ইজরায়েল। খবর টাইমস অব ইসরায়েলের।
ইজরায়েলের সীমান্ত লাগোয়া লেবাননে হিজবুল্লাহর সব ঘাঁটি, আশ্রয়স্থল, সুড়ঙ্গ, অস্ত্রাগার ও ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র- সব কিছু গুঁড়িয়ে দিয়েছে তারা। যে সব অস্ত্র জব্ধ করা হয়েছে সেগুলি ইসরায়েলে পাঠিয়ে দেওয়া হয়েছে।
তবে লক্ষ্যপূরণের কথা বললেও লেবাননের কিছু এলাকায় এখনও সামরিক অভিযান অব্যহত রেখেছে আইডিএফ। এখন প্রশ্ন উঠছে, ইজরায়েল যদি তাদের লক্ষ্যপূরণের কথা ঘোষণাই করে থাকে, তা হলে কি লেবাননে এবার সামরিক অভিযান বন্ধ করবে তারা? না-কি তার পরও এই অভিযান চালিয়ে যাবে? লোবনানের সঙ্গে কি কূটনৈতিক আলোচনার রাস্তায় হাঁটবে ইসরায়েল, না কি সেই দরজাও তাদের জন্য বন্ধ?
কূটনৈতিক ভাবে সমঝোতা না হলে তা হলে লেবাননে যে রকম হামলা চালাচ্ছে ইসরায়েল, সে রকমই হামলা চালিয়ে যাবে তারা। হিজবুল্লাহকে আর কোনও ভাবেই মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেবে না ইসরায়েল। যে সব এলাকা এখন ইসরায়েলি সেনাদের দখলে, সেই সব এলাকা নিজেদের দখলেই রাখতে পারে। আর সেখান থেকে হিজবুল্লার গতিবিধির উপর নজরদারি চালাতে পারে তারা।
ইসরায়েলি সেনারা স্পষ্ট জানিয়েছে, যদি প্রয়োজন পড়ে যে কোনও মুহূর্তে লেবাননের সঙ্গে কূটনৈতিক রাস্তা বন্ধ করে আবার হামলা শুরু করতে পারে। কিন্তু বর্তমানে লেবাননের সঙ্গে কূটনৈতিক ভাবে আলোচনার রাস্তায় হাঁটতে চাইছে ইসরায়েল।